ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কটূক্তি ॥ চবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ জুলাই ২০১৮

কটূক্তি ॥ চবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

চবি সংবাদদাতা ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে মামলাটি হয় বলে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর। ওসি বেলাল উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখারুল ইসলাম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় এ মামলা দায়ের করেন। ছাত্রলীগ নেতার এজাহারটি যাচাই বাছাই শেষে সোমবার গভীর রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলা গ্রহণ করে ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। মামলার এজহারে বাদী ইফতেখার উদ্দিন আয়াজ অভিযোগ করেন, মইদুল ইসলাম কোন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসের ডাইনিং ও শোবার কক্ষের ছবি এডিট করে সেখানে ডালের ছবি বসান। সেই ছবির ক্যাপশনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়, অতঃপর তোমরা আম্মাজানের কোন কোন নেয়ামত অস্বীকার করতে পার। উল্লেখ্য, গত ১৭ জুলাই একই অভিযোগ এনে শিক্ষক মাইদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতির দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত ১৯ জুলাই এসব অভিযোগের ভিত্তিতে ৩ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মইদুল ইসলাম বলেন, আমি প্রধানমন্ত্রীকে কখনই কটূক্তি করিনি। এগুলো প্রোপাগান্ডা।
×