ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ উপাচার্যের সঙ্গে ক্যামব্রিজ ভার্সিটি প্রতিনিধি দলের সভা

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ জুলাই ২০১৮

বিএসএমএমইউ উপাচার্যের সঙ্গে ক্যামব্রিজ ভার্সিটি প্রতিনিধি দলের সভা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার সঙ্গে সোমবার ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটির পক্ষে ছিলেন হিউম্যান পপুলেশন বায়োলজি এ্যান্ড হেলথ্ বিষয়ক প্রফেসর নিক মাসসি টেইলর, ক্যাপাবল রিসার্চ কো-অর্ডিনেটর সোফিই ওস্টেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, এই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক কার্যক্রম ছাড়াও বাংলাদেশে পরিবেশ দূষণ ও অসংক্রামক রোগ বিষয়ক গবেষণা কার্যক্রম এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ চিকিৎসা শিক্ষা, চিকিৎসা ও গবেষণার বিষয়ে পারস্পরিক সহযোগিতামূলক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এই সভায় জানানো হয়, পরিবেশ দূষণের মধ্যে রয়েছে বায়ু ও পানি দূষণ এবং অসংক্রামক রোগের মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির সমস্যা ও শিশুদের ক্যান্সারসহ ক্যান্সারজনিত রোগ ইত্যাদি। -বিজ্ঞপ্তি রাঙ্গামাটিতে ১৫ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৪ জুলাই ॥ রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা বিআর মার্কেটে সোমবার রাত সাড়ে ১২টার সময় অগ্নিকা-ে ১৫ দোকান ও ঘর পুড়ে গেছে। গভীর রাতে আগুন লাগার কারণে দোকানের কোন মালামাল ব্যবসায়ীরা বাঁচাতে পারেনি। মার্কেটের নিচের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
×