ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপবৃত্তি পাওয়া ছাত্রীর কাছ থেকেও নেয়াহচ্ছে বেতন

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ জুলাই ২০১৮

উপবৃত্তি পাওয়া ছাত্রীর কাছ থেকেও নেয়াহচ্ছে বেতন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর নিউটাউন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদ্দৌস জান্নাত। উপশহরের ডি ব্লকের জীর্ণ কুঠিরে বাস। নুন আনতে পান্তা ফুরানো সংসার। তবুও স্বপ্ন দেখে লেখাপড়া করে শিক্ষিকা হবার। তবে সে স্বপ্নের পরতে পরতে বাঁধা দরিদ্রতা। জান্নাত বলেন, আমার দিন মজুর পিতার পক্ষে আমাকে পড়াশোনার খরচ জোগানো কষ্টের হয়ে দাড়িয়েছে। জান্নাতুলের জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে কথা হয় তার মা রেখসনা খাতুনের সাথেও। তিনি বলেন, উপবৃত্তির টাকায় মেয়েকে পড়াচ্ছি ঠিকই। কিন্তু ৩ শ’ টাকা বেতন আর কোচিং এর ফিস জোগান দিতে গিয়ে মাঝে মাঝে না খেয়ে কাটাতে হয়। তিনি বলেন, আমাদের কাছ থেকে স্কুল কর্তৃপক্ষ যদি বেতন না নিতো, তবে আমাদের জন্য সুবিধা হতো। যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে উপবৃত্তি পাওয়া মেয়েদের কাছ থেকে মাসিক বেতনসহ বিভিন্ন খাত দেখিয়ে টাকা আদায় করায় নিম্নবিত্ত শিক্ষার্থীদের শিক্ষা সঙ্কট থেকেই যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, আমরা গরীব বলেইতো উপবৃত্তি পাচ্ছি। তবে বেতনসহ বিভিন্ন ভাবে আমাদের কাছ থেকে সেই টাকা নিয়ে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাসিক বেতনসহ বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ভিন্ন সমস্যায় পড়ছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বেতন নেয়ার কথা স্বীকার করেছেন। তবে ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিলে তারা বেতন নেয়া বন্ধ করবেন বলে জানান। এ প্রসঙ্গে আলাপকালে যশোর নিউ টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন ও যশোর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসাইন বলেন, মেয়েদের শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে ছাত্রীদেরকে অবৈতনিক ও উপবৃত্তির আওতায় আনা দরকার। যশোর জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম টুকু বলেন, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি বেতন বা ভিন্নভাবে অর্থ আদায় সরকারি নিয়মের পরিপন্থি। এজাতীয় কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন তিনি। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, উপবৃত্তি দেয়া, আবার সেই ছাত্রীর কাছ থেকে বেতন নেয়া মানে উপবৃত্তি দেয়া অর্থহীন। এবিষয়ে তদারকি করা দরকার।
×