ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে পল্লী বিদ্যুতের গ্রাহক বেড়েছে ৩ গুণ

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ জুলাই ২০১৮

যশোরে পল্লী বিদ্যুতের গ্রাহক বেড়েছে ৩ গুণ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুত সমিতি-২) এর কার্যক্রম শুরুর পর বর্তমান সরকারের দুই মেয়াদে বিদ্যুত সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় তিনগুণ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এই সমিতির ভৌগোলিক এলাকায় বিদ্যুতায়নের ক্ষেত্রে এসেছে আমুল পরিবর্তন। যশোর জেলার ৭টি উপজেলা নিয়ে বিস্তৃত এই সমিতি ইতোমধ্যে দুটি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছে। চলতি বছরের মধ্যে মনিরামপুর ও অভয়নগর উপজেলায় শতভাগ এবং আগামী ১৯ সালের মধ্যে বাকি উপজেলাগুলো শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে। যপবিস-২ এর মুখপাত্র পরিতোষ দাস (এজিএম সদস্য সেবা) জানান, ১৯৮১ সালের ২ ফেব্রুয়ারি সমিতির কার্যক্রম শুরুর পর ২০০৮ সাল পর্যন্ত এর গ্রাহক সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ১৪৯ জন। ২০০৮ সালের ২৮ ডিসেম্বরের নির্বাচনের পর বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিদ্যুত সেক্টরে আমুল পরিবর্তন আসে। এরই ধারাবাহিকতায় ২০০৯ থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বিদ্যুত পেয়ে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪৬২। সমিতির কার্যক্রম শুরুর পর গত ২৭ বছরে বিদ্যুত সুবিধাভোগীদের তুলনায় বর্তমান সরকারের দুই মেয়াদে ৯.৫ বছরে সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩ গুণ। সদস্য সেবা বৃদ্ধিতে সমিতির আওতায় অবকাঠামো, লোকবলও বৃদ্ধি পেয়েছে। সমিতির ডিজিএম অরুণ কুমার কু-ু (কারিগরি) জানান, ১৯৮১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বৈদ্যুতিক লাইন ছিল ৪ হাজার ১৫৭ কিলোমিটার। বর্তমান তা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৬ কিলোমিটিার। অন্যদিকে সিস্টেম লসও হ্রাস পেয়েছে। এ ছাড়া মাসিক বিক্রি (১৯৮১-২০০৮) পর্যন্ত ছিল ৪ কোটি ১৯ লাখ টাকা। যা বর্তমান সরকারের গত দুই মেয়াদে ১৮ কোটি ১৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৪৩ লাখ টাকা। উপজেলার হরিহর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলাম বলেন, ওই ইউনিয়নের কায়েকখোলা গ্রামটি বছরের পর বছর বিদ্যুতের আলো থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল। এ ছাড়া গোয়াড়বাড়ী, পাঁচপোতাসহ কয়েকটি গ্রামের সিংহভাগ বাড়িতে বিদ্যুত ছিল না। বর্তমানে তার ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। কয়েকটি ঘর বাকি থাকলেও সেখানে কার্যক্রম চলছে বলে তিনি জানান। যপবিস-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে এই সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন কোন গ্রাহককে সংযোগ নিতে দালালের মাধ্যমে অফিসে ধরনা দেয়ার প্রয়োজন নেই। নতুন আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে অফিস নিজস্ব গতিতে গ্রাহকের বাড়িতে গিয়ে সকল কার্যক্রম সম্পন্ন করছে।
×