ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর বঙ্গবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:২৯, ২৫ জুলাই ২০১৮

রাজধানীর বঙ্গবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বঙ্গবাজারে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টা ২২ মিনিটে বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ও পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে তৃতীয় তলা কাঠের মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে হেডকোয়ার্টার থেকে সব গাড়ি বেরিয়ে যায়। আগুনের ভয়াবহতা এড়াতে আরও কয়েকটি স্টেশন থেকে গাড়ি দ্রুত ঘটনাস্থল আসে। এরপর একযোগে ১৪ ইউনিটের দমকলকর্মীরা কাজ করে সকাল ১০টায় আগুন নির্বাপন করে। সদর দফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ জানান, আমাদের একটি মেশিন আছে ওই মেশিনটা ধরলে বোঝা যায়। অবস্থান দেখে ফায়ারম্যানরা হিট করলে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। মঙ্গলবার তাই করা হয়েছে। মেশিন দিয়ে আগুন কোথায় দেখে সেখানে হিট করা হলে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ডিজি জানান, আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই মার্কেটে অনেক পুরাতন বৈদ্যুতিক তার আছে। তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
×