ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানোর উদ্যোগ

প্রকাশিত: ০৬:২৬, ২৫ জুলাই ২০১৮

পোশাক শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানোর উদ্যোগ

পোশাক শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াতে উদ্যোগী হয়ে উঠছেন ব্যবসায়ীরা। বহু প্রতিষ্ঠান খুলেছে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। ফলে, চাহিদা মাফিক পণ্য উৎপাদনে সক্ষম হয়ে উঠছেন লাখো শ্রমিক। এতে লাভবান হচ্ছেন দুপক্ষই। বিজিএমইএ সভাপতি বলছেন, বিশ্ববাজারে টিকে থাকতে কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই। আর সেটি করতেই নেয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। শ্রমিক নেতারা বলছেন, এজন্য সরকারকে আরও বেশি বিনিয়োগ করা উচিত। জীবিকার টানে ১৭ বছর আগে ঢাকায় আসেন হালিমা খাতুন। মাসে ৭শ টাকা বেতনে সহকারী হিসেবে কাজ নেন ব্যাবিলন গ্রুপের একটি পোশাক কারখানায়। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, বর্তমানে তারই নক্সা করা বহু পোশাক রফতানি হচ্ছে বিশ্ববাজারে। কারণ এই সময়ে তার দক্ষতা বেড়েছে নানাভাবে প্রশিক্ষণ নিয়ে। আর স্বীকৃতি হিসেবে মিলেছে, ২১ গুণের বেশি বেতন বৃদ্ধি। যা সচ্ছলতা এনেছে টানাটানির সংসারে। পোশাক খাত সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বহু কর্মী আসছেন, যারা মোটামুটি শিক্ষিত। -অর্থনৈতিক রিপোর্টার
×