ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চসিক মেয়র-বেলজিয়াম রাষ্ট্রদূতের বৈঠক

জাহাজ শিল্পসহ বিকাশমান খাতে বেলজিয়াম বিনিয়োগের আহ্বান

প্রকাশিত: ০৬:২৪, ২৫ জুলাই ২০১৮

জাহাজ শিল্পসহ বিকাশমান খাতে বেলজিয়াম বিনিয়োগের আহ্বান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বিকাশমান জাহাজ নির্মাণ শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে বেলজিয়ামের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ঢাকায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত জান মারিয়া জকুব লুইকেস মঙ্গলবার মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ অনুরোধ জানান। বেলজিয়ামের রাষ্ট্রদূতও চট্টগ্রামের পর্যটন, বন্দর, পোশাক খাত, মেট্রোরেল পরিকল্পনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে জানতে চান। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, বৈঠকে বেলজিয়ামের রাষ্ট্রদূত জান মারিয়া জকুব লুইকেস চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যরে ভূয়সী প্রশংসা করেন। তিনি চট্টগ্রাম পর্যটন শিল্পের সম্ভাবনা, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, নতুন বন্দর নির্মাণ, বন্দরে ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহ, ড্রেজিং, পোশাক খাত, লেদার খারখানা, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেস খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে জানতে চান। মেয়রের পক্ষ থেকে কর্পোরেশনের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বেলজিয়ামের বিনিয়োগ প্রত্যাশা করা হয়। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বেলজিয়ামের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বেলজিয়াম সরকার এদেশের সামগ্রিক উন্নয়নে বিভিন্নখাতে বিনিয়োগ করছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নগরবাসীকে শিক্ষা, স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানাভাবে সেবা দিয়ে আসছে। এই প্রসঙ্গে তিনি চট্টগ্রামকে একটি আধুনিক নান্দনিক সিটিতে পরিণত করতে তার গৃহীত পরিকল্পনার কথা রাষ্ট্রদূতকে অবহিত করেন। মেয়র বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে চট্টগ্রাম একটি বিনিয়োগবান্ধব নগরী। তুলনামূলকভাবে শ্রমমূল্য সুলভ হওয়ায় চট্টগ্রামে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই বেলজিয়ামের বিনিয়োগকারীরা তৈরি জাহাজ শিল্পসহ বিকাশমান খাতে বিনিয়োগের জন্য এগিয়ে এলে কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া মেয়র দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, সচিব আবুল হোসেন, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন এবং বাংলাদেশের বেলজিয়াম দূতাবাসের ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার এলিক্সিস বুছেয়ুট, এসকেপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এটিএম শহিদুল্লাহ, তারেক আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
×