ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন ব্রোকারেজ হাউসকে সতর্কবার্তা

প্রকাশিত: ০৬:২২, ২৫ জুলাই ২০১৮

তিন ব্রোকারেজ হাউসকে সতর্কবার্তা

২০১৬-১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব যথাসময়ে দাখিল না করার কারণে ৩ ব্রোকারেজ হাউসকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৫৩তম নিয়মিত সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ব্রোকারেজ হাউস ৩টি হল- ইউনিক শেয়ার ম্যানেজম্যান্ট, এবি এ্যান্ড কোম্পানি ও এ্যালায়েন্স সিকিউরিটিজ এ্যান্ড ম্যানেজম্যান্ট। ব্রোকারেজ হাউসগুলো ২০১৬-১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব যথাসময়ে দাখিল না করার মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ১৩ (৪) লঙ্ঘন করেছে। যে কারণে ব্র্রোকারেজ হাউসগুলোকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×