ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ার পেতে আইসিবির অনিয়ম

প্রকাশিত: ০৬:২২, ২৫ জুলাই ২০১৮

সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ার পেতে আইসিবির অনিয়ম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগ হিসাবধারীর সম্মতি ব্যতীত সাইফ পাওয়ারটেকের সাড়ে ১৮ হাজার রাইট শেয়ার রিনানসিয়েশনের মাধ্যমে নিজস্ব পোর্টফোলিওতে পেতে আবেদন করার জন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৫৩তম নিয়মিত সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, আইসিএমএল আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট তাদের ২৫ জন বিনিয়োগকারীর পক্ষে ১৮ হাজার ৫৮২টি সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ারের আবেদন না করে, উক্ত শেয়ারসমূহ বিনিয়োগ হিসাবধারীদের সম্মতি ব্যতীত রিনানসিয়েশনের মাধ্যমে আইসিএমএল-এর নিজস্ব পোর্টফোলিওতে প্রাপ্তির আবেদন করে।
×