ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথম নারী প্রার্থী

প্রকাশিত: ০৬:২০, ২৫ জুলাই ২০১৮

প্রথম নারী প্রার্থী

পাকিস্তানে নতুন ইতিহাস সৃষ্টি করলেন হামিদা শহিদ। তিনি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী রক্ষণশীল উপজাতীয় এলাকা দির থেকে জাতীয় পরিষদ নির্বাচনে প্রার্থী। ওই এলাকা একসময় ছিল তালেবানের শক্ত ঘাঁটি। সেখানে নারীর কোন অধিকার ছিল না। তাদের ভোট দিতে দেয়া হতো না। তিনি সেখানে প্রথম একজন নারী প্রার্থী। ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের টিকেটে দির আসনে লড়ছেন হামিদা শহিদ। -বিবিসি ‘বসার অধিকার’ পেলেন তারা ভারতের কেরালায় নারী বিক্রয়কর্মীরা এখন থেকে কর্মস্থলে ‘বসার এবং টয়লেট ব্যবহারে পর্যাপ্ত সময়’ পাবেন। শ্রম আইন সংশোধন করে নারী শ্রমিকদের এ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। কেরালার বিক্রয়কর্মী মায়া দেবী (৪৩) বলেন, দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে কর্মস্থলে কখনও বসার সুযোগ পাননি তিনি। এমনকি টয়লেটে যাওয়ারও অনুমতি ছিল না। নারীদের একটি ইউনিয়ন দীর্ঘ লড়াইয়ের পর এ অধিকার আদায় করেছে। -ওয়েবসাইট
×