ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে মৃত বেড়ে ২৯

লাওসে আকস্মিক বন্যায় বাঁধ ভেঙ্গে নিখোঁজ এক শ’

প্রকাশিত: ০৬:১৯, ২৫ জুলাই ২০১৮

লাওসে আকস্মিক বন্যায় বাঁধ ভেঙ্গে নিখোঁজ এক শ’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে আকস্মিক বন্যায় একটি বাঁধ ভেঙ্গে অন্তত ১শ’ মানুষ নিখোঁজ হয়েছে। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ খবর দিয়েছে। খবর ওয়েবসাইট। দেশটির দক্ষিণ-পূর্বে আত্তাপু প্রদেশের জলবিদ্যুত প্রকল্পের বাঁধ ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা নৌকা নিয়ে লোকজনকে ওই এলাকা থেকে সরিয়ে আনার চেষ্টা চালান বলে জানিয়েছে এবিসি লাওস নিউজ। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি গণমাধ্যমটি। ফেসবুকে নিউজ নেটওয়ার্কের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং গ্রামবাসীরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পরিবেশ অধিকার গ্রুপগুলো বছরের পর বছর ধরে লাওসের জলবিদ্যুত প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। বিশেষ করে মেকং নদীতে বাঁধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। এদিকে ভিয়েতনামে আঘাত হানা ক্রান্তীয় ঝড় সোন তিনের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ এ পৌঁছেছে। নিখোঁজ অন্তত সাতজনের সন্ধানে অভিযান চলছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। আগস্টের প্রথমদিক পর্যন্ত আরও বৃষ্টি হতে পারে জানিয়ে নাগরিকদের এ ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ভিয়েতনামের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটেরোলজিক্যাল ফোরকাস্টিং। দীর্ঘ উপকূলীয় রেখার কারণে ভিয়েতনাম প্রায়ই ধ্বংসাত্মক সব ঝড়-বৃষ্টি ও বন্যার মুখোমুখি হয়। বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে গত বছরও ৩৮৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
×