ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে টোল আদায় বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৬:০১, ২৫ জুলাই ২০১৮

অবৈধভাবে টোল আদায় বন্ধে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ টার্মিনাল ছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাস-ট্রাকসহ যন্ত্রচালিত সব পরিবহন থেকে এখতিয়ারের বাইরে টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নওগাঁর বিচ্ছেদ হওয়া পরিবারের আদালত উভয়পক্ষকে পারস্পরিক বোঝাপড়া করতে সময় দিয়েছে। এ মামলার পরবর্তী আদেশের জন্য ৫ আগস্ট দিন রেখেছে। কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ওই আসনে আজ বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে কোন বাধা থাকল না। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। টার্মিনাল ছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাস-ট্রাকসহ যন্ত্রচালিত সব পরিবহন থেকে এখতিয়ারের বাইরে টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছে আদালত। জারি করা রুলে বাস, ট্রাক টার্মিনাল ছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের নামে যন্ত্রচালিত সব পরিবহন থেকে এখতিয়ারের বাইরে অবৈধভাবে টোল (চাঁদা) আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ সচিব, উপসচিব, সড়ক পরিহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, সব বিভাগীয় কমিশনার, পুলিশ প্রধান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম। তার সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তানজীব রশিদ খান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। শাশুড়ি মায়ের মতো, তাদের সেবা করবেন ॥ নওগাঁর বিচ্ছেদ হওয়া পরিবারের এক গৃহবধূকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছে, শাশুড়িরা হচ্ছেন মায়ের মতো, তাদের সেবা করবেন, শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকবেন। এ সময় আদালত গৃহবধূ তৌহিদা আক্তার ও তার স্বামী পারভেজকে উদ্দেশ করে আরও বলেন, ভাঙ্গা সংসারে শিশুর শারীরিক বিকাশ ঘটলেও মানসিক বিকাশ ঘটে না। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা করার প্রসঙ্গ টেনে আদালতের বিচারপতি বলেন, মামলা করে সংসার করা যায় না। নওগাঁ সদর উপজেলার বাংগাবাড়িয়া গ্রামের বিচ্ছেদে থাকা ওই দম্পতিকে উদ্দেশ করে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। আদালত উভয়পক্ষকে পারস্পরিক বোঝাপড়া করতে সময় দিয়েছেন। এ মামলার পরবর্তী আদেশের জন্য ৫ আগস্ট দিন রেখেছেন। আদালতে শিশুর মায়ের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী অমিত দাস গুপ্ত। স্বামীর পক্ষে ছিলেন আইনজীবী এএসএম শাহরিয়ার কবির। কুড়িগ্রাম-৩ আসনে উপনির্বাচনে বাধা নেই ॥ কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ওই আসনে আজ বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে কোন বাধা থাকল না। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন রিটকারী এসএম মোস্তাফিজুর রহমানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন শেখ জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
×