ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৬:০০, ২৫ জুলাই ২০১৮

তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সৌদি রিয়াল দেখিয়ে প্রতারণার মাধ্যমে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোঃ আশরাফ শেখ (৬০) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পিবিআই ঢাকা মেট্রোর একটি টিম আশুলিয়ার জিরাবো পুকুরপাড়ের আমতলা এলাকায় থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ জানান, ১৯ মার্চ বিকেল ৫টায় মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাথে বাচ্চাদের জামাকাপড় বিক্রেতা মোঃ সহিদুল ইসলামের (৫০) কাছে অজ্ঞাতনামা বয়োবৃদ্ধ এক লোক এসে বলে যে, তার নিকট ১০০ সৌদি রিয়ালের একটি নোট আছে। এ সময় সে বলে, সে ঢাকা শহরে নতুন এসেছে। তেমন বেশি কিছু চেনেন না। তাই তার সঙ্গে থাকা উক্ত রিয়াল ভাঙ্গিয়ে টাকা করে দেয়ার জন্য অনুরোধ করেন। একপর্যায়ে তিনি জানতে পারেন ওই ব্যক্তির নাম আশরাফ শেখ। গলায় গামছা ও লুঙ্গি পরিহিত অসহায় অবস্থা দেখে তার মায়া হয়। তিনি আশরাফের অনুরোধে উক্ত রিয়াল ভাঙ্গিয়ে টাকা করে রাখার জন্য রিয়ালটি রেখে দেন। পরে তাদের মধ্যে মোবাইল ফোন নম্বরের আদানপ্রদান হয়। পরের দিন ২০ মার্চ রিয়ালটি ভিকটিম সহিদুল ১০ নং গোলচত্বর ইসলামী ব্যাংক মিরপুর শাখার নিচে মানি এক্সচেঞ্জ হতে ভাঙ্গিয়ে ২২শ’ টাকা পান। পরে সহিদুল গ্রেফতারকৃত আশরাফকে ফোন করে ডেকে এনে তাকে ২২শ’ টাকা বুঝিয়ে দেন। ওইদিন রাতে আশরাফ তার মোবাইল হতে সহিদুলের মোবাইলে ফোন করে জানায় তার এলাকার এক ভাইয়ের নিকট ১০০ সৌদি রিয়ালের ১১৮৪টি নোট আছে। উক্ত রিয়ালগুলো ভাঙ্গানোর বিনিময়ে তাদের দুইজনেরই লাভ হবে প্রস্তাব দেয়। ভিকটিম সহিদুল রাজি হলে গত ২১ মার্চ আশরাফ তার কথিত এলাকার ভাই খলিল মৃধা (৫০) এর নিকট তাকে নিয়ে যায়। তখন খলিল মৃধা গামছা দিয়ে বাঁধা একটি প্যাকেট দেখিয়ে তার ভেতর সৌদি রিয়াল আছে জানায়। কৌশলে প্যাকেটের ভেতর থেকে ১০০ সৌদি রিয়ালের একটি নোট বের করে ভিকটিম সহিদুলকে দেখায়। পরে সহিদুল অতিরিক্ত লাভের আশায় সমিতি থেকে লোন করে তাৎক্ষণিক ৩ লাখ টাকা জোগাড় করে ওইদিনই পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের বাস স্ট্যান্ডে উক্ত রিয়ালের মূল্যের বিপরীতে প্রাথমিকভাবে ৩ লাখ টাকা তাদের দেয়। টাকা দেয়ার পর আশরাফ শেখ ও তার সহযোগী খলিল মৃধা সহিদুলের সঙ্গে থাকা ব্যাগে কথিত রিয়াল এর প্যাকেটটি ঢুকিয়ে দেয়। উক্ত রিয়াল নিয়ে যাওয়ার পথে কিছুক্ষণ পর তিনি কৌতূহলবশত প্যাকেট খুলে দেখতে পান গামছা দিয়ে বাঁধা প্যাকেটের ভেতর বিভিন্ন পেপার দ্বারা একটি সাবান মোড়ানো। তখন তিনি বুঝতে পারেন যে, ওই চক্রের দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। এ বিষয়ে তিনি ওইদিন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-১৫৯১ (২১/০৩/২০১৮)। এ ছাড়া ওই চক্রটি কদমতলী থানা এলাকার মোঃ কামরুজ্জামান সরকারকে (৪৬) একই কৌশলে প্রতারিত করে ১ লাখ টাকা হাতিয়ে নেয়। একই চক্র শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক (অব) মির্জা শামছুল আহম্মেদ এবং কুমিল্লা জেলার বুরিচং থানা এলাকার বাসিন্দা মাদ্রাসার শিক্ষক ও হোমিও ডাঃ মোঃ আবু তাহের উক্ত প্রতারক চক্রের দ্বারা প্রতারণার স্বীকার হয়। উক্ত ঘটনার বিষয়ে ডিআইজি পিবিআই বনজ কুমার মজুমদারের নির্দেশে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে চক্রের সদস্যদের মোবাইল নম্বরের সূত্র ধরে পিবিআই ঢাকা মেট্রোর একটি টিম সোমবার রাতে আশুলিয়ার থানাধীন জিরাবো পুকুরপাড়ে আমতলা এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের সদস্যপরিচালনা করে মোঃ আশরাফ শেখকে আটক করে। এ বিষয়ে পিবিআই ঢাকা মেট্রোর পুলিশ পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আশরাফ শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিবিআইকে জানায়, দীর্ঘদিন ধরে খলিল মৃধা (৫০), কিবরিয়া (৩০), মোঃ হাবিব (৪০), কালার (৩০) সঙ্গে মিলে দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষদের এভাবে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তারা চোট পার্টি ও গামছা পার্টি নামে পরিচিত।
×