ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্লট বরাদ্দে অনিয়ম বিষয়ে সুয়োমটো রুলের শুনানি কাল

প্রকাশিত: ০৫:৫২, ২৫ জুলাই ২০১৮

প্লট বরাদ্দে অনিয়ম বিষয়ে সুয়োমটো রুলের শুনানি কাল

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৮ বছর পর বিএনপি সরকারের সময় হাতিরঝিল-বেগুনবাড়ী ও তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে কি না সে বিষয়ে সুয়োমটো রুলের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, কামরুল ইসলাম, জিয়াউল হক জিয়াসহ অন্যান্যের বিরুদ্ধে যে সুয়োমটো রুল ইস্যু করা হয়েছিল তার শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, বিএনপি সরকারের সময় তৎকালীন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জিয়াউল হক জিয়া ও শফিক রেহমানসহ ২৪ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের কারণে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ ২০১২ সালে সুয়োমটো রুল জারি করেন। সাংবাদিক আবু সাঈদ খান সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন লিখেন। সেখানে তিনি উল্লেখ করেন বিএনপি সরকারের সময় ২০০৪ সালে কোনরকম নিয়ম-কানুন না মেনে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে বেগুনবাড়ী এলাকায় বস্তুত’ পানির মূল্যে অনেক জামি বিতরণ করা হয়।
×