ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রকৃতি ফিরেছে শ্রাবণের ধারায়, সারাদিন বৃষ্টি ॥ যানজটে নগরীতে ভোগান্তি

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ জুলাই ২০১৮

প্রকৃতি ফিরেছে শ্রাবণের ধারায়, সারাদিন বৃষ্টি ॥ যানজটে নগরীতে ভোগান্তি

স্টাফ রিপোর্টার ॥ শ্রাবণের ধারায় ফিরেছে প্রকৃতি। সারাদিন রিমঝিম বৃষ্টির শব্দ নগরবাসীকে বর্ষার আসল স্বাদ বুঝিয়ে দিয়েছে। ঘরে বসেই অনেকে বৃষ্টি যেমন উপভোগ করেছে। অনেকে বৃষ্টিতে ভিজেহ বর্ষার আনন্দে উৎসব করেছে। তবে স্বস্তির বৃষ্টির পাশাপাশি ভোগান্তিও কম ছিল না। যানজটে যেমন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে। অপরদিকে জলাবদ্ধতায় পড়ে নাকাল হতে হয়েছে নগরবাসীকে। রাজধানীর অনেক এলাকা পানিতে ডুবে যাওয়ার কারণে যানবাহন হিসেবে নৌকাও ব্যবহার করতে দেখা গেছে। বৃষ্টিতে স্কুলগামী থেকে শুরু করে অফিস ও আদালতগামী সবাইকে ভোগান্তি কবলে পড়তে হয়েছে। সময়মতো অফিস আদালতে যেতেও বেগ পেতে হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের প্রভাব কেটে গেছে। এখন দেশের ভেতরে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে পড়েছে। এর প্রভাবে আরও দু’একদিন সারাদেশে ভারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে যে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে মঙ্গলবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি.) থেকে অতিভারি ( ৮৯ মিমি.) বর্ষণ হতে পারে। অতিভারি বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রামে ভারি বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার ভূমিধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসরত লোকজনকে সরে যেতে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আবাহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে আরও কয়েকদিন বৃষ্টিপাত হবে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যায় পর্যন্ত রাজধানী ঢাকায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগের দিন ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪৩ মিলিমিটার। বর্ষা শুরু হওয়ার পর এই প্রথম ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর আগে প্রচ- দাবদাহের কারণে এই বর্ষায়ই ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচ- তাপপ্রবাহের পর অবশেষে অঝোর ধারায় বৃষ্টিপাতের নগরবাসীকে স্বস্তি প্রকাশ করতেও দেখা গেছে। মঙ্গলবার রাজধানী ঢাকায় শুধু নয়, মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কম বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ জুলাই পর্যন্ত সারাদেশে ভারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে। আগামী ৭২ ঘণ্টায় এই পরিস্থিতির তেমন কোন হেরফের হবে না। মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকু-ে, ১৪২ মিলিমিটার। সন্দীপে ৮৫ মিলিমিটার, আর চট্টগ্রাম ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকেই পানি জমেছে রাজধানীর ধানম-ি ২৭ নম্বর, বসুন্ধরা আবাসিক এলাকা ও মিরপুরের বিভিন্ন সড়কে। বৃষ্টিতে মিরপুর-১, ৬ ও ১০ নম্বর আল-হেলাল হাসপাতালের পাশের সড়ক, মিরপুর ১২ ও ১৩ নম্বর, কালশী রোড, পূরবী, বসুন্ধারা আবাসিক এলাকার মেইন গেট থেকে ডি ব্লক পর্যন্ত এবং ধানম-ির সড়কগুলোতে পানি জমে যায়। এছাড়াও পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোড, সাতরাওজা, নাজিরা বাজার, বংশালসহ বিভিন্ন সড়কে পানিতে তলিয়ে যায়। রাজধানীর মতিঝিল, গুলিস্তান, জিরো পয়েন্ট, বাংলা একাডেমি, শাহবাগ, মিন্টু রোড, হাতিরঝিল, গুলশান-১, মহাখালী, মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেল, নীলখেত থেকে গাবতলী ও মিরপুরে বৃষ্টির কারণে প্রচ- যানজট দেখা গেছে। রিক্সা চলাচল কম থাকায় অনেকেই পড়েছেন ভোগান্তিতে। সকাল থেকে সারাদিন কখনও ভারি আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ফার্মগেট, কারওয়ানবাজার, হাইকোর্ট এলাকা, শান্তিনগর, আজিমপুর, বাড্ডাসহ বেশ কিছু এলাকা তলিয়ে যায় হাঁটু পানিতে।
×