ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে কাভার্ডভ্যান লরি সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ০১:৩৮, ২৪ জুলাই ২০১৮

সীতাকুন্ডে কাভার্ডভ্যান লরি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে পণ্যবাহি কাভার্ডভ্যান ও লরির সংঘর্ষে আবদুল মান্নান (৩৫) নামে এক লরি চালক নিহত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মান্নান কুমিল্লা জেলার মোনহরগঞ্জের দৈয়ারা এলাকার আলি হোসেনের পুত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,চট্টগ্রামমুখি কাভার্ডভ্যান মহাসড়কের সীতাকু- পৌরসদর উত্তর বাইপাস এলাকা অতিক্রমকালে একিমুখি একটি লরির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লরি চালক তার বসার আসনে আটকা পড়ে গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর পর সীতাকু- ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া চালক মান্নানকে উদ্ধার করে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকু- ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ ঘটনার সত্য স্বীকার করে বলেন,‘দূর্ঘটনার অল্প সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির সিটে আটকা পড়া চালক মান্নানকে উদ্ধার পরবর্তী হাসপাতালে প্রেরন করি। কিন্তু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।’
×