ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আগামীকাল ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের উপ-নির্বাচন

প্রকাশিত: ২৩:৪১, ২৪ জুলাই ২০১৮

আগামীকাল ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের উপ-নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ অবশেষে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতিক্ষিত ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক দেওয়ান,বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন দুলাল। তবে এদের মধ্যে নাসির উদ্দিন দুলাল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। তিনি তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপন ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান । এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫ স্তরের নিরাপত্তা গ্রহন করেছেন নির্বাচন কমিশন। তজুমদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং সৈয়দ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তজুমদ্দিনে মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ৭শ ২৭ জন। কেন্দ্র সংখ্যা ৩৩ টি। পাঁচ স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ , কোস্টগার্ড ও আনসার সমন্ময়ে গঠন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স ও টহল টিম। ইতো মধ্যেই কেন্দ্রে কেন্দ্র নির্বাচনী সকল সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে সিংগাপুর চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব অহিদউল্যাহ জসিম মারা গেলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শুধুমাত্র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ২৯ মার্চ ২০১৮ তারিখে এই উপ-নির্বাচন অনুষ্ঠানের তারিখ থাকলেও নির্বাচনের ১১দিন পূর্বে ১৮ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গির নির্বাচন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনে একটি রিট দাখিল করেন। ২০ মার্চ চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত। এরপর দীর্ঘদিন নির্বাচনীয় সকল কার্যক্রম বন্ধ থাকার পর গত ৫ জুলাই স্বাক্ষরিত একচিঠিতে পুনরায় ২৫ জুলাই উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
×