ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদ-উল-আজহার একক নাটক ‘ব্যা-আক্কেল’

প্রকাশিত: ০৭:০৬, ২৪ জুলাই ২০১৮

ঈদ-উল-আজহার একক নাটক ‘ব্যা-আক্কেল’

স্টাফ রিপোর্টার ॥ দীপ্ত টিভির পাঁচ দিনব্যাপী ঈদ- উল-আজহার আয়োজনে থাকছে একঘন্টার বিশেষ নাটক ‘ব্যা-আক্কেল’। আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় মেহেদী হাসান সোমেনের পরিচালনায় ঈদের বিশেষ নাটক এ অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌসুমি নাগ এবং জয়রাজ। অর্থকষ্টে থাকা মহিউল ঈদের আগে বকেয়া বেতন পেয়ে গেলে রগচটা বউ সামিয়াকে নিয়ে বাজার করার পরিকল্পনা করে। কিন্তু পথিমধ্যে অতি উৎসাহে বেতনের সমস্ত টাকা দিয়ে ভুলবশত একটা ছাগল কিনে ফেলে মহিউল। মধ্যবিত্ত দম্পতির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ানো ছাগলটা ব্যা ব্যা করে অস্থির করে তুললেও কোথায় যেন একটা মায়ার টানও অনুভব করে দুজনে। এক ব্যা-আক্কেল ব্যক্তির ছাগল-দুর্দশায় ব্যা-আক্কেল হয়ে যাওয়া মধ্যবিত্ত দম্পতির ভালবাসার গল্প নিয়ে নাটকের কাহিনী।
×