ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গুলির অভাবে বন্ধ শূটিংয়ের ঘরোয়া টুর্নামেন্ট

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ জুলাই ২০১৮

গুলির অভাবে বন্ধ শূটিংয়ের ঘরোয়া টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ গুলির অভাবে বন্ধ হয়ে গেছে শূটিংয়ের ঘরোয়া টুর্নামেন্ট। দুই বছর আগে গুলি আমদানির আবেদন করলেও এখনও অনুমতি পায়নি বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন। দ্রুত গুলির ব্যবস্থা না করলে জাতীয় দলের অনুশীলনও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ফেডারেশন মহাসচিব। গুলি আমদানির অনুমতি চেয়ে দুই বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল ফেডারেশন। বেশিরভাগ দফতর থেকে ছাড়পত্র মিললেও এখনও অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। এতে করে বিপাকে পড়েছে শূটিং ফেডারেশন। গুলির রিজার্ভে টান পড়েছে। বড়জোর এক থেকে দেড় মাস চলতে পারে অনুশীলন। অনুমতি না দেয়ার কারণ হিসেবে নির্বাচনকে দেখাচ্ছে মন্ত্রণালয়। জাতীয় দলের অনুশীলনের জন্য মাসে প্রায় দেড় লাখ গুলি লাগে ফেডারেশনের। পাশাপাশি গুলি সরবরাহ করতে হয় ক্লাবগুলোকেও। অক্টোবরে আর্জেন্টিনায় ইয়ুথ অলিম্পিকে অংশ নেবেন অর্ণব সারার লাদিফ। মহাসচিবের আশঙ্কাÑ যাওয়ার আগে গুলির অভাবে অনুশীলনে ব্যাঘাত ঘটতে পারে অর্ণবের। অনুশীলনে উন্নতি করতে ইলেক্ট্রনিক টার্গেট এনেছে ফেডারেশন। তবে গুলিই যদি না থাকে তাহলে সবকিছুই পণ্ড হবে বলে মনে করছেন সবাই। এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টনে সাফল্য স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৪-২২ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ হয়। এই আসরে বাংলাদেশের ছয় সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন দল এই প্রথম প্রি-কোয়ার্টারে ওঠার গৌরব অর্জন করে। পুরুষ এককে বাংলাদেশের সিবগাত ২১-১৪, ২১-১২ সেটে ম্যাকাউয়ের লংকে হারিয়ে রাউন্ড ৩২এ সিঙ্গাপুরের জিয়া ওইর কাছে হেরে যায়। বাংলাদেশের লোকমান ২১-১১, ২১-৬ সেটে মঙ্গোলিয়ার তেমুল গম্ভোদোসকে হারায় এবং রাউন্ড ৩২এ চীনের সিয়াং ওং লির কাছে হেরে যায়। পুরুষ দ্বৈতে বাংলাদেশের লোকমান/গৌরব ২১-১১, ২১-১০ সেটে মায়ানমারের আরি কং/ইয়ান জয়িংকে হারায় এবং রাউন্ড ৩২এ শ্রীলঙ্কার ডি সিলভা/থামাত দিয়াসকে হারায় এবং প্রি-কোয়ার্টারে দক্ষিণ কোরিয়ার তাই ওয়াং সিং/সেন ওয়াং-এর কাছে হেরে যায়। হ্যান্ডবল লীগে জয় আরামবাগের স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার ‘কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লীগে’র খেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন ৩৩-১২ গোলে মেনজিস ক্রীড়া চক্রকে, আরামবাগ ক্রীড়া সংঘ ৫৩-২২ গোলে ওল্ড আইডিয়ালসকে এবং বাংলা ক্লাব ৩৩-২৬ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে হারায়।
×