ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সালাহ শতভাগ সুস্থ ॥ ক্লপ

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ জুলাই ২০১৮

সালাহ শতভাগ সুস্থ ॥ ক্লপ

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে লিভারপুলের জার্সিতে ঝড় তুলেছিলেন মোহাম্মদ সালাহ। মিসরীয় এই ফরোয়ার্ড রাশিয়া বিশ্বকাপে ছিলেন বড় তারকাদের একজন। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে চোট পাওয়ায় পরিপূর্ণ ফিটনেস নিয়ে খেলতে পারেননি বিশ্বকাপের রঙিন মঞ্চে। যে কারণে বিশ্বকাপে পারফর্মেন্সও ছিল সাদামাটা। গ্রুপপর্বের দুই ম্যাচে গোল পেলেও জেতাতে পারেননি নিজ দেশ মিসরকে। কোন পয়েন্ট ছাড়াই প্রথম রাউন্ডে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সালাহার দেশ মিসর। মূলত চোটের কারণেই ফুটবলের সর্বোচ্চ মঞ্চে সবটুকু নিংড়ে দিতে পারেননি। শতভাগ ফিট না থাকা সত্ত্বেও মিসরের হয়ে শেষ দুটি ম্যাচ খেলেছেন। সৌদি আরব এবং রাশিয়ার বিপক্ষে গোলও করেছেন। এরপরও হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়কে। দুই মাস চোটের সঙ্গে লড়াই করার পর অবশেষে ফিট হয়ে উঠেছেন সালাহ। লিভারপুল কোচ জার্গেন ক্লপ জানিয়েছেন, শতভাগ ফিট হয়ে উঠেছেন এই ফরওয়ার্ড। সাক্ষাতকারে ক্লপ বলেন, সালাহ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এবং ভাল আছে। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে কাঁধে চোট পান সালাহ। বল দখলের লড়াই করতে গিয়ে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের ট্যাকলে ফাইনালের মাঝপথেই ছিটকে যান। যে কারণে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপ সেরা হয় রিয়াল। ওই ম্যাচে পাওয়া কাঁধের ইনজুরি বেশ ভুগিয়েছে সালাহকে। তার বিশ্বকাপে খেলা নিয়েও ছিল সংশয়। শঙ্কার কালো মেঘ সরিয়ে মিসর ফরওয়ার্ড বিশ্বকাপের ময়দানে ঠিকই ফিরেছেন; কিন্তু পুরোপুরি ফিট ছিলেন না তিনি। চোটের অস্বস্তি নিয়েই বিশ্বকাপ খেলেতে হয়েছে সালাহকে। সেই দুঃস্বপ্ন কাটিয়ে নতুন মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছেন মিসরীয় সেনসেশন। দু’দিন ধরে লিভারপুলের হয়ে অনুশীলনও করছেন। লিভারপুল বস সালাহর প্রশংসা করে বলেন, ও দুর্দান্ত একজন ব্যক্তিত্বের অধিকারী এবং ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন। ওকে দেখে অনেক আনন্দিত মনে হয়েছে এবং ও ফিরতে পেরে অনেক খুশি। অনুশীলনে সাদিও মানের সঙ্গে ওকে দেখে ভাল লাগছে।
×