ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা আন্তঃস্কুল দাবা

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ জুলাই ২০১৮

ঢাকা আন্তঃস্কুল দাবা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এলিগেন্ট ইন্টারন্যাশনার চেস একাডেমি ঢাকা শহরের বিভিন্ন স্কুল নিয়ে আয়োজন করতে যাচ্ছে একটি র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা। নাম ‘ঢাকা আন্তঃস্কুল দাবা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। প্রতিযোগিতার ভেন্যু : এলিগেন্ট চেস সেন্টার, উত্তরা, ঢাকা (বাড়ি নং : ১২, সড়ক নং : ৬/এ, সেক্টর নং : ৫)। প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক এবং জাতীয় দাবাড়ু মাহমুদা হক চৌধুরী মলি জনকণ্ঠকে জানান, ‘এই টুর্নামেন্টে ঢাকার ৩২ স্কুল অংশ নেবে। মোট দাবাড়ু সংখ্যা ৭০। তারা মোট চারটি বয়স ক্যাটাগরিতে খেলবে। এগুলো হলো : অনুর্ধ ৪-৯, ১০-১৩, ১৪-১৫ এবং ১৬-১৯। বিজয়ীদের ট্রফি, মেডেল এবং সনদপত্র দেয়া হবে। খেলা হবে সাত রাউন্ড এবং সুইস লীগ পদ্ধতিতে। এন্ট্রি ফিস ১০০ টাকা। টুর্নামেন্ট উপলক্ষে খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।’ এ.আই.ইউ.বি ফুটবল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উদ্যোগে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ ২০১৮ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ভার্সিটির নিজস্ব ক্যাম্পাস মাঠে রবিবার সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তোফাজ্জল হোসেন। এ সময় পরিচালক মনজুর এইচ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×