ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লঙ্কায় হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ জুলাই ২০১৮

লঙ্কায় হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টে ১৯৯ রানের বড় জয়ে দ. আফ্রিকাকে দুই ম্যাচের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করলো শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট স্বাগতিকরা ৫ উইকেটে ২৭৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ৪৯০ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে সোমবার চতুর্থ দিনে ২৯০ রানে অলআউট হয় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ফ্যাফ ডুপ্লেসিসের দল গুটিয়ে গিয়েছিল মাত্র ১২৪ রানে। ম্যাচে মোট ৬ উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। তবে ৫৩ ও ৮৫ রানের দারুণ দুটি ইনিংসের জন্য ম্যাচসেরা দিমুথ করুনারতেœ। সিরিজসেরাও হয়েছেন লঙ্কান ওপেনার। প্রথম টেস্টে ২৭৮ রানে জিতেছিল সুরাঙ্গা লাকমলের দল। রবিবার ডাম্বুলায় প্রথম ম্যাচ দিয়ে শুরু দু’দলের পাঁচ ওয়ানডের সিরিজ। সোমবার ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৩৫১ রান, ম্যাচ বাঁচাতে কাটাতে হতো পুরো দুটি দিন। তবে লঙ্কানদের জয় যতটা সহজ হবে ভাবা হয়েছিল ততটা হয়নি ডি ব্রুইন ও টেম্বা বাভুমার দৃঢ়তায়। একের পর এক সুইপে লঙ্কান স্পিনের জবাব দিতে থাকেন এই দুই ব্যাটসম্যান। তিন মূল স্পিনার কোনভাবেই বিচ্ছিন্ন করতে পারছিল না প্রতিরোধ গড়া দুই ব্যাটসম্যানকে। ইনিংসের ৫৫তম ওভারে ম্যাচে প্রথমবারের মতো বোলিং করেন পেসার সুরাঙ্গা লাকমল। অধিনায়ক বোলিং করান ধনঞ্জয়া ডি সিলভা ও দানুশকা গুনাথিলাকাকে দিয়েও। শেষ পর্যন্ত লাঞ্চের খানিক আগে জুটি ভাঙ্গেন হেরাথ। তার বাঁহাতি স্পিনে কট বিহাইন্ড হয়ে ফিরে যান বাভুমা। চারটি চারে ৬৩ রান করে তার বিদায়ে ভাঙ্গে ১২৩ রানের জুটি। বাজে একটি সিরিজ কাটানো কুইন্টন ডি কক ব্যর্থ এবারও। ৮ রান করে ফেরেন হেরাথের বলে এলবিডব্লিউ হয়ে। অভিজ্ঞ লঙ্কান স্পিনারের পঞ্চম শিকার ডি ব্রুইন। ১২ চারে ১০১ রান করা টপঅর্ডার ব্যাটসম্যানকে বোল্ড করে দেন হেরাথ। এরপর বেশিদূর এগোয়নি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। চতুর্থদিন ১৫১ রান যোগ করে গুটিয়ে যায় ২৯০ রানে। ৯৮ রানে ৬ উইকেট নেন হেরাথ। দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনঞ্জয়া দুটি করে। দ্বিতীয় টেস্টের ২০ উইকেটই ভাগ করে নেন স্পিনাররা। সিরিজে ৪০ উইকেটের ৩৭টিই যায় তাদের ঝুলিতে! স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ৩৩৮/১০ (১০৪.১ ওভার; গুনাথিলাকা ৫৭, করুনারতেœ ৫৩, ডি সিলভা ৬০, মেন্ডিস ২১, ম্যাথুস ১০, রোশান ২২, দিকওয়েলা ৫, পেরেরা ১৭, ধনঞ্জয়া ৪৩*, হেরাথ ৩৫; স্টেইন ০/৬০, রাবাদা ১/৫৫, এনগিদি ০/৫৪, মহারাজ ৯/১২৯, মার্করাম ০/২৪, এলগার ০/১০) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৭৫/৫ ডিক্লেঃ (৮১ ওভার; গুনাথিলাকা ৬১, করুনারতেœ ৮৫, ধনঞ্জয়া ০, কুশল ১৮, ম্যাথুস ৭১, রোশান ৩২*, দিকওয়েলা ৭*; মহারাজ ৩/১৫৪, রাবাদা ০/৪২, মার্করাম ০/১৮, ডি ব্রুইন ০/২০, স্টেইন ০/৩০, এনগিদি ১/৯, এলগার ০/২)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ॥ ১২৪/১০ (৩৪.৫ ওভার; মার্করাম ৭, এলগার ০, ডি ব্রুইন ৩, আমলা ১৯, ডুপ্লেসিস ৪৮, বাভুমা ১১, ডি কক ৩২, মহারাজ ২, রাবাদা ১, স্টেইন ০, এনগিদি ০*; দিলরুয়ান ৪/৪০, ধনঞ্জয়া ৫/৫০, হেরাথ ১/৩২) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৯০/১০; লক্ষ্য ৪৯০ (৮৬.৫ ওভার; এলগার ৩৭, মার্করাম ১৪, ডি ব্রুইন ১০১, আমলা ৬, ডুপ্লেসিস ৭, মহারাজ ০, বাভুমা ৬৩, ডি কক ৮, রাবাদা ১৮, স্টেইন ৬, এনগিদি ৪*; হেরাথ ৬/৯৮, দিলরুয়ান ২/৯০, ধনঞ্জয়া ২/৬৭, লাকমল ০/৮, ডি সিলভা ০/৫, গুনাথিলাকা ০/১)। ফল ॥ শ্রীলঙ্কা ১৯৯ রানে জয়ী। ম্যাচ ও সিরিজসেরা ॥ করুনারতেœ (শ্রীলঙ্কা)। সিরিজ ॥ দুই টেস্টে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জয়ী।
×