ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আপাতত বিশ্রামে রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ জুলাই ২০১৮

আপাতত বিশ্রামে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানো ক্রিস্টিয়ানো রোনাল্ডো আপাতত বিশ্রামে আছেন। ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রাক মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না সি আর সেভেন। দলে থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মিরালেম জানিচ ও ড্যানিয়েল রুগানিকে রেখে জুভেন্টাস যুক্তরাষ্ট্র সফরের দল ঘোষণা করেছে তুরিনের ওল্ড লেডিরা। আর রোনাল্ডোসহ বিশ্বকাপে খেলা সব ফুটবলারকে দেয়া হয়েছে বিশ্রাম। চেলসির সঙ্গে আলোচনায় থাকা সেন্টারব্যাক রুগানি এই সফরে দলের সঙ্গে থাকছেন। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে নিতে ইতোমধ্যেই লন্ডনের ক্লাবটি ৫০ মিলিয়ন ইউরোর চুক্তি চূড়ান্ত করেছে। সিরি’এ চ্যাম্পিয়নদের ছাড়ার তালিকায় আরও একজন জানিচ। এই মিডফিল্ডারকে দলে নিতে বার্সিলোনা, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইন ১০০ মিলিয়ন ইউরো ব্যয় করতে প্রস্তুত। ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির ২৭ জনের দলে আরও অনুপস্থিত আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গুঞ্জালো হিগুয়াইন ও পাওলো দিবালা। এছাড়াও জুয়ান কুয়ারডাডো ও ডগলাস কোস্টাকেও বাইরে রাখা হয়েছে। এই দলের বাইরে আরও আছেন ব্লেইস মাতৌদি, মারিও মানদুকিচ ও মার্কো জাকা। আপাতত জুভেন্টাসের হয়ে মাঠে না নামলেও বিশ্বকাপ পরবর্তী সময়ে গ্রীসে ছুটি কাটিয়েছেন পর্তুগীজ তারকা রোনাল্ডো। যে হোটেলে অবকাশ যাপন করেছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের আতিথেয়তায় মুগ্ধ তিনি। তাই বড় অঙ্কের বকশিশ দিয়ে আলোচনায় এসেছেন ফিফা সেরা তারকা। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ গোল করা রোনাল্ডো পরিবার-পরিজন নিয়ে সময় কাটাবেন, সেখানে তো ব্যক্তিগত গোপনীয়তা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ৩৩ বছর বয়সী এই তারকা এবং তার জীবনসঙ্গী জর্জিনা রড্রিগুয়েজ মনে হয় এত ভাল যতœ-আত্তি পেয়েছিলেন যে টিপসের পরিমাণ প্রায় বিশ হাজার ইউরো ছাড়িয়েছে। রয়্যাল মেথোনি ভিলা যেখানে রোনাল্ডো তার পরিবারের সঙ্গে ১০ দিন অবকাশ যাপন করেন, তারা পাপারাজ্জিদের থেকে দূরে রাখার জন্য বিশেষভাবে দায়িত্বে ছিলেন। তাদের দায়িত্ব ছিল রোনাল্ডোর পরিবারের দিকে খেয়াল রাখা এবং পাপারাজ্জিদের থেকে দূরে রাখা, তারা প্রত্যেকে পেয়েছেন দুই হাজার ইউরো করে।
×