ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিভারপুলের হার ইউনাইটেডের ড্র

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ জুলাই ২০১৮

লিভারপুলের হার ইউনাইটেডের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরেছে লিভারপুল। শনিবার উত্তর ক্যারোলিনাতে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেছেন ডর্টমুন্ডের আমেরিকান স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিচ। তবে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের প্রথমেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। ভার্জিল ফন ডিকের গোলে ২৫ মিনিটেই এগিয়ে যায় অলরেডরা। কিন্তু দ্বিতীয়ার্ধেই যেন জ্বলে ওঠে জার্মান ক্লাবটি। তবে ৬৬ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের প্রথম গোলটি আসে বিতর্কিত পেনাল্টিতে। ৮৯ মিনিটে পুলিসিচ দ্বিতীয় গোল করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে লিভারপুলের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হিসেবে খেলতে নামা জেকব ব্রুন লারসেন। তবে জোড়া গোল করলেও বয়স কম হওয়ার কারণে ম্যাচ সেরার পুরস্কার থেকে বঞ্চিত হন বরুশিয়া ডর্টমুন্ডের আমেরিকান স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিচ। দিনের অন্য ম্যাচে আমেরিকান ক্লাব সান জোসে আর্থকুয়াকসের মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লীগের আরেক জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তুলনামূলক খর্বশক্তির দলটির বিপক্ষেও জিততে পারেনি রেড ডেভিলসরা। ম্যাচটা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয় স্থানে থেকে প্রিমিয়ার লীগের ২০১৭-১৮ মৌসুম শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এই সময়ে রেড ডেভিলদের অধিনায়কের ভূমিকায় ছিলেন মাইকেল ক্যারিক। কিন্তু দুর্ভাগ্য ইংল্যান্ডের সাবেক এই তারকা মিডফিল্ডারের। ইনজুরির কারণে জোশে মরিনহোর দলকে খুব বেশি সময় দিতে পারেননি মাইকেল ক্যারিক। শেষ পর্যন্ত ফুটবলকেই বিদায় বলে দিতে বাধ্য হন ৩৬ বছর বয়সী মাইকেল ক্যারিক। যে কারণেই নতুন মৌসুমের শুরুতেই নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কোচ মরিনহো। ইতোমধ্যেই ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটির নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছেন তিনি। মরিনহোর দাবি, এ্যান্টনিও ভ্যালেন্সিয়াই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক হতে চলেছেন। ক্যারিকের অনুপস্থিতিতে গত মৌসুমের বেশিরভাগ সময়ই ম্যানইউর আর্মব্যান্ড পরেছেন ভ্যালেন্সিয়া। তাই ইকুয়েডরের এই রক্ষণসৈনিকের ওপরই ভরসা রাখছেন স্পেশাল ওয়ান। এ প্রসঙ্গে সাবেক রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো বলেন, ‘গত মৌসুমে ভ্যালেন্সিয়া অধিনায়কত্বের ভূমিকা পালন করেছেন। তাই আমি মনে করি এবারও সে অধিনায়ক হওয়ার যোগ্য খেলোয়াড়।’ মরিনহো এ সময় আরও বলেন, ‘সে যখন খেলবে না তখন আমরা তার ব্যাপারে বিকল্প সিদ্ধান্ত নেব। এটা নির্ভর করবে মাঠে তখন কে খেলছে তার ওপর। যদি স্মলিং, এ্যাশলে ইয়ং, হেরেরা, মাতা থাকে তাহলে তাদের ওপরও অধিনায়কের ভার দেয়া যেতে পারে। ম্যাটিচেরও অধিনায়ক হওয়ার সব ধরনের গুণাবলি আছে, কিন্তু সে কেবল এক বছর আগেই ওল্ড ট্র্যাফোর্ডে এসেছে।’ বিশ্ব ক্লাব ফুটবলের সফলতম কোচদের একজন মরিনহো। রিয়াল মাদ্রিদ, চেলসিতে নিজের সেই যোগ্যতার প্রমাণ ইতোমধ্যেই দিয়েছেন এই পর্তুগীজ। তবে মরিনহো অধিনায়কের চেয়েও দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে বেশি চিন্তিত। তিনি বলেন, ‘কে দলপতি হবে সেটা নিয়ে আমি কখনই খুব বেশি ভাবি না বরং আমার ভাবনাতে ড্রেসিংরুম এবং সেখানে কে কিভাবে নিজেকে নেতৃত্ব দিচ্ছে। আর্মব্যান্ডের গুরুত্বটা সেখানেই খুব বেশি বলে মনে হয় আমার।’
×