ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে শিরোপার স্বাদ পেলেন কোর্নেট

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ জুলাই ২০১৮

অবশেষে শিরোপার স্বাদ পেলেন কোর্নেট

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ভুলে যাওয়া শিরোপা জয়ের স্বাদ পেলেন এ্যালিজ কোর্নেট। রবিবার ফাইনালে ম্যান্ডি মিনেল্লাকে পরাজিত করে দীর্ঘ আড়াই বছরের মধ্যে প্রথম কোন ট্রফি নিজের শোকেসে তুললেন ফ্রান্সের এই টেনিস তারকা। শিরোপা জয়ের লড়াইয়ে এ্যালিজ কোর্নেট এদিন ৬-৪ এবং ৭-৬ (৮/৬) গেমে পরাজিত করেন মা হওয়ার পর টেনিস কোর্টে ফেরা মিনেল্লাকে। সুদীর্ঘ ক্যারিয়ারে ছয়টি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন কোর্নেট। সর্বশেষটা জিতেছিলেন ২০১৬ সালের জানুয়ারিতে হোবার্টে। এরপর দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় কেটে গেছে তার। কিন্তু শিরোপার দেখা আর মেলেনি কোর্নেটের। অবশেষে সুইস ওপেনেই হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে পান তিনি। এর পেছনে বড় ভূমিকা রেখেছে ফ্রান্স ফুটবল দল। হ্যাঁ, সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপজয়ী দলই নাকি এই শিরোপা জয়ের ক্ষেত্রে তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আড়াই বছরেরও বেশি সময় শিরোপা বঞ্চিত কোর্নেট সর্বশেষ ছয় মাস কাটিয়েছেন খুব হতাশার মধ্যে দিয়ে। তবে তার সব হতাশাই দূর করেছে সুইস ওপেন। যে কারণেই ম্যাচের শেষে দারুণ রোমাঞ্চিত টুর্নামেন্টের শীর্ষ বাছাই। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই অনুভূতিটা সত্যিই বিস্ময়কর। কেননা গত ছয়টি মাস চরম উদ্বেগের সঙ্গে পার করতে হয়েছে। দীর্ঘ সময় পর এই শিরোপা জয়। তবে ম্যাচটা জিততে অনেক লড়াই করতে হয়েছে। কেননা ম্যাচের ফলাফল খুব কাছাকাছি ছিল। যে কেউই জিততে পারতো ম্যাচটা। আমি মনে করি, ম্যাচের ফলাফল অন্য যে কোন কিছুই হতে পারতো। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ আমি করতে পেরেছি, যে কারণেই ফলাফল আমার পক্ষে এসেছে। সত্যি কথা বলতে ট্রফিটা জয়ের জন্য আমি সবধরনের চেষ্টাই করেছি।’ বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে এ্যালিজ কোর্নেটের অবস্থান ৪৮। অথচ ২০০৯ সালেও ১১ নম্বরে উঠে এসেছিলেন তিনি। কিন্তু পরের সময়টাতে আর নিজের পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে না রাখতে পারার কারণে চল্লিশের বাইরে ছিটকে গেছেন ২৮ বছর বয়সী এই টেনিস তারকা। তবে হাল ছাড়তে নারাজ এই ফরাসী। আবারও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে ফিরতে চান তিনি। এ প্রসঙ্গে এ্যালিজ কোর্নেট ম্যাচের শেষে বলেন, ‘এই সময়টা আমি সত্যিই কোর্টে উপভোগ করতে চাই। তাছাড়া পরিবার এবং বন্ধু-বান্ধবীদের নিয়ে এই শিরোপা উঁচিয়ে ধরার অনুভূতিটাও আমার কাছে দুর্দান্ত। র‌্যাঙ্কিং নিয়ে আমি মোটেও খুব একটা চিন্তিত নই। তবে পারফর্মেন্সের এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি তাহলে আশাকরি আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বিশে ফিরতে পারব আমি।’ এদিকে ম্যান্ডি মিনেল্লা বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৬৬ নম্বরে অবস্থান করছেন। তার বর্তমান বয়স ৩২। শুধু তাই নয়, মা হওয়ার পর টেনিস কোর্টে ফিরেছেন লুক্সেমবার্গের এই খেলোয়াড়। তারপরও এ্যালিজ কোর্নেটের সঙ্গে দারুণভাবে লড়াই করেছেন। কিন্তু শেষ পর্যন্ত পরাজয়টাকেই মেনে নিতে হলো তার। তারপরও হতাশ নন মিনেল্লা। জানালেন সুইজারল্যান্ডে দারুণ একটা সপ্তাহই পার করেছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে মিনেল্লা বলেন, ‘অবশ্যই শিরোপা জিততে চেয়েছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে কোর্নেট খুব ভাল পারফর্ম করেছে। তবে এটা আমার জন্য দারুণ একটা সপ্তাহ। এটাই প্রমাণ করে যে, আমি টেনিস ফিরছি।’
×