ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ জুলাই ২০১৮

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ জুলাই ॥ সোমবার দুপুরে নওগাঁয় সীমান্ত পাবলিক স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ বিজিবি পরিচালিত ওই স্কুলের চলতি বছর অনুষ্ঠিত পিএসসি ও জেএসসি পরীক্ষায় এসব কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সীমান্ত পাবলিক স্কুল মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড ব্যাটালিয়ন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ। ১৬ বিজিবির অধিনায়ক লে কর্নেল খাদেমুল বাশারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান গোলাম রসুল সাকলায়েন বক্তব্য রাখেন। চলতি বছর সীমান্ত পাবলিক স্কুল থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৬৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর রেলস্টেশন এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ‘দি নিউ মদিনা’ নামের হোটেলে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মিমতানুর রহমান জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন সামসুন্নাহার, সামসুন্নাহার এবং ফয়েজী মাওলা। মাদককারবারিরা ইয়াবা হস্তান্তরের উদ্দেশে সেখানে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়।
×