ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে দুই নৈশ প্রহরী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ জুলাই ২০১৮

না’গঞ্জে দুই নৈশ প্রহরী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে দুই নৈশ প্রহরীকে হত্যা করে তিনটি ব্যাটারির দোকানে ডাকাতির ঘটনায় খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বেলা এগারোটায় উপজেলার দক্ষিণ লক্ষখোলা এলাকায় ঢাকা-মদনগঞ্জ সড়কের এই কর্মসূচী পালন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখার এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাজনৈতিক নেতা ও পুলিশের খুনী ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। এতে নিহত দুই নৈশ প্রহরীর স্বজনরাও অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, স্থানীয় এনায়েত হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল মিয়া, নিহত নৈশ প্রহরী মোতালেবের স্ত্রী পরী বানু ও রায়হানের স্ত্রী আমেনা বেগমসহ অনেকে।
×