ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে সবুজ উপকূল কর্মসূচী

প্রকাশিত: ০৬:৩১, ২৪ জুলাই ২০১৮

শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে সবুজ উপকূল কর্মসূচী

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ চট্টগ্রাম, কক্সবাজার, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ দেশের উপকূলবর্তী ১৩ জেলার ২৩ উপজেলার দেড়শ’ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হচ্ছে ‘সবুজ উপকূল কর্মসূচী’। উপকূলের প্রান্তিক জনপদের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ও জলবায়ু সম্পর্কে সচেতনতা, লেখালেখির চর্চা এবং সৃজনশীল মেধার বিকাশ এ কর্মসূচীর অন্যতম লক্ষ্য। ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকূল বাঁচাই, উপকূলের সবুজ সুরক্ষা করি’ এ প্রতিপাদ্য সামনে রেখে কর্মসূচী বাস্তবায়ন করছে বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ ফাউন্ডেশন’। এতে সহায়তা করছে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক আলোকযাত্রাসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভেন্যু স্কুল কর্তৃপক্ষ। আগামীকাল ২৫ জুলাই বুধবার সাতক্ষীরা জেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে সবুজ উপকূল কর্মসূচী শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বর চাঁদপুর জেলার হাইমচরের এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচী শেষ হবে। আয়োজকদের সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সবুজ উপকূল কর্মসূচী শুরু হয়। তিন বছরে ৬১টি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে এবং স্কুল পর্যায়ের দুই লাখ শিক্ষার্থী এ কর্মসূচীর আওতায় এসেছে। এ বছরে মোট কর্মসূচী দাঁড়াবে ৯১টিতে। কর্মসূচীর আওতায় আসবে উপকূলের ১৬ জেলার ২৬ উপজেলার সাড়ে তিন লাখ শিক্ষার্থী। এছাড়া কর্মসূচীর আওতায় উপকূলজুড়ে অসংখ্য স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে, যারা উপকূলের পরিবেশ রক্ষায় কাজ করছে। সবুজ উপকূল কর্মসূচীর অন্যতম সংগঠক এবং মূল উদ্যোক্তা উপকূল বিষয়ক সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু বলেন, তিন বছরে এ কর্মসূচীর মধ্য দিয়ে উপকূল অঞ্চলের পড়ুয়াদের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা বেড়েছে। শিক্ষার্থীরা নিজেরাই পরিবেশ রক্ষায় সচেষ্ট হচ্ছে। একইসঙ্গে তাদের মাঝে জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে। এভাবে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম হয়ে উঠছে তারা। শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারছে এবং আহরিত জ্ঞান ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারছে। কর্মসূচীর পথ ধরে সমগ্র উপকূলজুড়ে তৈরি হয়েছে একদল স্বেচ্ছাসেবক; যারা গাছ লাগান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছে। সবুজ উপকূল কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরে উদ্যোক্তারা বলেন, বিশ^ব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূল অঞ্চল চরম ঝুঁকিতে রয়েছে। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। অথচ দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে উপকূলের মানুষের সচেতনতার মাত্রা খুবই সীমিত। সঙ্কট মোকাবেলায় কোন ধরনের তথ্য না জেনেই বেড়ে উঠছে উপকূলের আগামী প্রজন্ম। কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই অনেকখানি ঝুঁকি কমানো সম্ভব। তাই কর্মসূচীর অধীনে উপকূলের প্রান্তিক জনপদের শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোসহ তাদের সৃজনশীল মেধার বিকাশ, তথ্য ও জ্ঞান আহরণ এবং লেখালেখির চর্চার মাধ্যমে সামাজিক কাজে উদ্বুদ্ধকরণ এ কর্মসূচীর অন্যতম লক্ষ্য। কর্মসূচীর মধ্যে থাকছে- সৃজনশীল প্রতিযোগিতা, পরিবেশ পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি, দেয়াল পত্রিকা প্রকাশ, গাছের চারা রোপণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ প্রভৃতি।
×