ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:৩০, ২৪ জুলাই ২০১৮

পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জুলাই ॥ জেলার কলমাকান্দা উপজেলার দক্ষিণ রানীগাঁও গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার নাম করে সাধারণ গ্রামবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ১৫টি গ্রামের ৪২ জন প্রতারিত ব্যক্তি এ ব্যাপারে সমিতির মহাব্যবস্থাপক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্ত রফিকুল ইসলাম টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, অভিযোগটি মিথ্যা এবং অপপ্রচারমূলক। অভিযোগকারীরা জানান, পল্লীবিদ্যুতের সংযোগ পাইয়ে দেয়ার নাম করে রফিকুল ইসলাম উপজেলার বাদে আমতৈল, ডোয়ারিকোনা, বিশারা, বাগাড়পাড়, মনিপুর, উমরগাঁও, নতুনবাজার, চৈতা, বাগবেড়, তেরতোফা, রায়পুর, গুপিরপাড়া, গৌরীপুর, বাউসাম, বেনুয়াসহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে সর্বনিম্ন ৮ থেকে ১০ হাজার টাকা করে আদায় করেন। পল্লীবিদ্যুতের লোকজনকে ম্যানেজ, মিটার ফি, ওয়ারিং, যন্ত্রপাতি ক্রয়, দ্রুত সংযোগ ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে এসব টাকা নেন তিনি। পরবর্তীতে উল্লিখিত গ্রামগুলোর কিছু কিছু পরিবার বিদ্যুত সংযোগ পেলেও অনেক পরিবার এখনও সংযোগ পায়নি। বাদে আমতৈল গ্রামের ফরিদ রানা নামে এক ব্যক্তি জানান, রফিকুল ইসলামের দালালির ফাঁদে পড়ে গ্রাহকদের অনেকে সহায়-সম্পদ ও গরু-ছাগল বেচে টাকা পরিশোধ করেছেন। টাকা না দিলে বিদ্যুত সংযোগ দেয়া হবে না এবং তালিকা থেকে নাম কেটে দেয়া হবে বলে হুমকি দিতেন তিনি। এ সময় রফিকুল ইসলাম নিজেকে স্থানীয় এমপি ছবি বিশ^াসের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। কিন্তু সাম্প্রতিককালে ছবি বিশ^াস এমপি বিভিন্ন জায়গায় বিদ্যুতের জন্য কাউকে বাড়তি টাকা না দেয়ার আহ্বান জানালে রফিকুল ইসলামের প্রতারণা ফাঁস হয়। এ ব্যাপারে ছবি বিশ^াস এমপি জনকণ্ঠকে বলেন, রফিকুল ইসলাম আমার মনোনীত কোন প্রতিনিধি নন। তার প্রতারণা ও দুর্নীতির ব্যাপারে এলাকাবাসী আমার কাছে বহু অভিযোগ করেছেন। এর সঙ্গে পল্লীবিদ্যুতের অসাধু কর্মচারীরা জড়িত থাকতে পারে। এদিকে বিদ্যুত সংযোগ দেয়ার নামে টাকা নেয়ার কথা অস্বীকার করেছেন রফিকুল ইসলাম।
×