ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ১ জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৩০, ২৪ জুলাই ২০১৮

সাতক্ষীরায় ১ জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনির চাঞ্চল্যকর কলেজ ছাত্র হাবিবুল্লাহ সরদারকে হত্যার দায়ে এক জনের মৃত্যুদ- ও অপর দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এ মামলায় আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে আদালত বাকি ২৩ আসামিকে খালাস দিয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ আদেশ দেন। ফঁাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন, আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের ডাঃ সাইফুল্লাহ। এ রায়ের সময় তিনি পলাতক ছিলেন। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার জিয়ারুল ও মামুন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১১ জুলাই কৃষি জমিতে গভীর নলকূপের পানি বিতরণকে কেন্দ্র করে আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পানি বিতরণ কমিটির সভাপতি আলিমুদ্দিন সরদারের ছেলে সাতক্ষীরা সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ সরদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পাবনায় যুবলীগ নেতা কারাগারে নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ জুলাই ॥ ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার যুবলীগ কর্মী আলম হত্যা মামলার প্রধান আসামি রাজিব সরকার পাবনা আমলি-২ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক আবু বাছেদ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জানা গেছে, ঈশ্বরদী উপজেলার যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলম হত্যা মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিব সরকার সোমবার পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আবু বাছেদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। ঘটনার ১১দিন পর ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট সে মারা যায়।
×