ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে কলেজছাত্রের মৃত্যুর ৮ দিন পর মামলা

প্রকাশিত: ০৬:২৯, ২৪ জুলাই ২০১৮

যশোরে কলেজছাত্রের মৃত্যুর ৮ দিন পর মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে শহীদ হোসেন উদ্দীন ডিগ্রী কলেজের ছাত্র নয়ন হোসেন মৃত্যুর ৮ দিন পর আদালতে মামলা হয়েছে। মৃতের পিতা শফিকুর রহমান বাদী হয়ে সোমবার যশোর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আসামি দিয়ে এ মামলা করেন। এ ব্যাপারে থানায় আর কোন মামলা হয়েছে কিনা সে বিষয়ে সার্বিক তথ্য জানতে কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন বিচারক মুহাম্মদ আকরাম হোসেন। আসামিরা হলো সদর উপজেলার শর্শুনাদহ গ্রামের মৃত আমজেদ সরদারের ছেলে মাহবুবুর রহমান, আসির উদ্দিন তরফদারের স্ত্রী খুকু মণি ও মেয়ে রিয়া খাতুন এবং ইমান আলী বিশ্বাসের ছেলে ই¯্রাফিল। উল্লেখ্য, ১৫ জুলাই বিশ^কাপ ফুটবল খেলা দেখে দোকান থেকে রাত সাড়ে ১১টার দিকে নয়ন বাড়ি আসে। বাড়িতে রাতের খাওয়া শুরু করে। এমন সময় নয়নের মোবাইল ফোনে একটি কল আসে। নয়ন খাওয়া শেষ করে সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হয়। নয়নের দেরি দেখে তার বাবা ফসিয়ার খুঁজতে বের হন। খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকল ৬টার দিকে নয়নকে ঘরের মধ্যে না পেয়ে নয়নের মা তার বাবাকে জানান। সকাল ৮টার দিকে প্রতিবেশীরা ফসিয়ারের বাড়ির পিছনে ইসরাইলের মুরগি ফার্মের পাশ থেকে নয়নের মৃতদেহ উদ্ধার করে বাড়ির বারান্দায় নিয়ে আসে। এ সময় কিছু লোক নয়ন আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ সময় নয়নের শরীরে, দুই পায়ে, নিতম্বের পাশে, দুই হাতে এবং পিঠে বিদ্যুতস্পৃষ্টে পোড়া দাগ দেখতে পায়। এছাড়া তার নিতম্বের পিছনে আঘাত ও পোড়ার চিহ্ন, পুরুষাঙ্গসহ তার উপরে বিভিন্ন আঘাতে চিহ্ন দেখতে পাওয়া যায়। আরও জানা গেছে, নয়নকে একই এলাকার ১০ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী ভালবাসত। বিষয়টি মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। এরপর তারা নয়নকে হত্যা করতে বিভিন্ন পরিকল্পনাসহ ষড়যন্ত্র আটতে থাকে। কিছুদিন আগে ‘নয়ন এক সপ্তাহের বেশি বাঁচতে পারবে না’ বলে আসামি মাহবুবুর রহমান হুমকি দিয়ে যায় নয়নের মাকে। এছাড়া মৃত্যুর পরদিন মামলা না করার জন্য ওই স্কুল ছাত্রীর চাচা মাহাবুবুর রহমান হুমকি দেন। তিনি সেসময় ‘বেশি বাড়াবাড়ি করলে নয়নের মতো তার অপর দুই ভাই এর একই অবস্থা হবে’ বলে শাসিয়ে জান।
×