ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শঙ্কিত এলাকাবাসী

আত্রাইয়ে তিন বছরেও সংস্কার হয়নি বাঁধ

প্রকাশিত: ০৬:২৮, ২৪ জুলাই ২০১৮

আত্রাইয়ে তিন বছরেও সংস্কার হয়নি বাঁধ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ জুলাই ॥ নওগাঁর আত্রাইয়ে বিগত ২০১৫ সালে উজান থেকে নেমে আসা ঢলের পানি আর প্রবল বর্ষণের ফলে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ও আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক বিধ্বস্ত হয়ে যায়। আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক মেরামত করা হলেও বন্যায় বিধ্বস্ত হওয়ার দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ আজও মেরামত করা হয়নি। এ দিকে বাঁধ মেরামত না করার ফলে আগামী বন্যা মৌসুমে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক আবারও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার শিকার হচ্ছে ফুলবাড়ী ও পূর্বমিরাপুরের শত শত পরিবার। যাতায়াতের জন্য নৌকাই হচ্ছে তাদের এক মাত্র অবলম্বন। বর্তমানে ওই এলাকার হাজার হাজার মানুষ তাদের আবাদি জমির ফসল নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছে। জানা গেছে, গত ২০১৫ সালের ২৩ অগাস্ট ভোর রাতে স্মরণকালের ভয়াবহ বন্যায় আত্রাইয়ের ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙ্গার পর মির্জাপুর এলাকার আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক ভেঙ্গে আশপাশের এলাকার ফসল পানির নিচে তলিয়ে যায়। সেই সঙ্গে এলাকার শত শত পরিবার জলবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করে। এতে আত্রাই-রাণীনগর উপজেলার প্রায় ১৪ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। প্রায় দুই মাস পরে বন্যার পানি নেমে যায়। এ দিকে বন্যার পানি শুকিয়ে যাওয়ার তিন বছর অতিবাহিত হলেও আজও ভাঙ্গা স্থান মেরামত করা হয়নি। এ ভাঙ্গন মেরামত না করায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাঙ্গাপাড়া, ফুলবাড়ি, পশ্চিম-মিরাপুর, উদনপৈয়, মিরাপুরসহ বিভিন্ন এলাকার কোমলমতি শিশুদের এ পথেই স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতাযাত করতে হয়। এ এলাকার লোকজনকে সপ্তাহে দুইদিন শনিবার ও মঙ্গলবার ভবানীপুর-মির্জাপুর হাটে যাবার জন্য এ পথ ব্যবহার করতে হয়। তাদের উৎপাদিত কৃষিপণ্য এই পথ দিয়েই হাটে বাজারজাত করতে হয়। বন্যায় বাঁধ বিধ্বস্ত হওয়ার পর থেকে তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছে না। এ দিকে এ বাঁধ মেরামত না করার ফলে আসন্ন বন্যা মৌসুমে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে এলাকার হাজার হাজার কৃষক তাদের আবাদি ফসল নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এ বিষয়ে ভবানীপুর জিএস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, গত ২০১৫ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙ্গার ফলে এ সড়কের ওপর দিয়ে ছাত্রছাত্রীর চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পারাপারের জন্য নৌকায় একমাত্র অবলম্বন । বাঁধটি সংস্কার না করার ফলে ছাত্রছাত্রীর পড়াশুনার বিঘœ ঘটছে বলেও জানান তিনি। তাই দ্রুত বাঁধটি নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু জানান, ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ একটি জনগুরুত্বপূর্ণ। বাঁধটি সংস্কার না করা হলে আবারও আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়বে। এ বাঁধটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অনেক বার জানানো হয়েছে। কিন্তু তিন বছর অতিবাহিত হলেও আজও কোন পদক্ষেপ গ্রহণ করেনি তারা।
×