ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিটি নির্বাচন করতে চায় কমিশন

প্রকাশিত: ০৬:২৫, ২৪ জুলাই ২০১৮

সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিটি নির্বাচন করতে চায় কমিশন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, যে কোন মূল্যে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায় কমিশন। এ নিয়ে কারও সঙ্গে কোন আপোস করা হবে না। রাজশাহী সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার রাজশাহী মডেল স্কুল এ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কর্মশালার উদ্বোধন করেন ইসি রফিকুল ইসলাম। এ সময় তিনি নির্বাচন নিয়ে কর্মকর্তাদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। চট্টগ্রাম থেকে যাত্রা করলেন আরও ৪১৯ হজযাত্রী বিমানের দ্বিতীয় ফ্লাইট স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইটে সোমবার সৌদি আরবের উদ্দেশে যাত্রা করলেন আরও ৪১৯ হজযাত্রী। এ নিয়ে দুটি ফ্লাইট আরবের উদ্দেশে ছেড়ে গেল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার চট্টগ্রাম থেকে ২২টি হজফ্লাইট পরিচালনার কর্মসূচী গ্রহণ করেছে। রবিবার বিকেলে মদিনার উদ্দেশে ৪০৭ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। সোমবার উড়ে যায় হজযাত্রী বহনকারী দ্বিতীয় ফ্লাইট। নির্ধারিত এই ২২টি ফ্লাইট ছাড়াও নিয়মিত ফ্লাইটে অনেক যাত্রীর জেদ্দার সিডিউল রয়েছে।
×