ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কয়েক ঘণ্টা বিলম্বের শিকার বিমানের ঢাকা-মাস্কট ফ্লাইট

প্রকাশিত: ০৬:২৫, ২৪ জুলাই ২০১৮

কয়েক ঘণ্টা বিলম্বের শিকার বিমানের ঢাকা-মাস্কট ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ উড়োজাহাজ সঙ্কটে হজ ফ্লাইটের সিডিউল বিপর্যয়ে অবস্থা যখন ত্রাহী- তখন বিমানের আরও একটি ৭৩৭ উড়োজাহাজের টেইল স্ট্রাইক হয়েছে। এতে কয়েক ঘণ্টার বিলম্বের শিকার হয়েছে ঢাকা-মাস্কট ফ্লাইট। সোমবার বিকেলে কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এই উড়োজাহাজটি উড্ডয়নের সময় পাইলটের ভুলে রানওয়েতে টেইলের আঘাত লেগে যায়। এতে বাধ্য হয়েই আর আকাশে উড়া হয়নি। ফলে যাত্রীরা কিছু সময়ের জন্য আটকা পড়ে কুয়ালালামপুর বিমানবন্দরে। এ ঘটনায় ঢাকা থেকে বিমানের অন্যান্য আন্তর্জাতিক রুটের সিডিউল বিপর্যয় দেখা দেয়। জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ বলেছেন, শুনেছি একটু আগে, টেইল স্ট্রাইক হয়েছে। এতে কতটুকু ক্ষতি হয়েছে- সেজন্য একটা চেক করতে হবে। সাধারণত টেইল স্ট্রাইকে (রানওয়ের সঙ্গে উড়োজাহাজের লেজের আঘাত লাগা) বড় ক্ষতি হয় না। তবুও এতে কিছুটা সমস্যা তো হয়েছেই। যদি আঘাত বড় ধরনের না হয়- তাহলে রাতেই একটা চেক করে চলে আসতে পারবে। জানা গেছে, সোমবার বিকেলে শতাধিক যাত্রী নিয়ে বিমানের বোয়িং ৭৩৭ ফ্লাইট নিয়ে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে উড্ডয়নের সময় রানওয়েতে লেজের আঘাত লাগে। এতে বিকট শব্দ হওয়ায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৫ শ’ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর থেকে পাঁচশ’ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিদের গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার রাতে র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন ১৫/বি/১০, বি-ব্লক, হাজী চিনু মিয়া লেনের রাস্তার ওপর মাদক লেনদেনের সময় তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শাহ আলম (১৯), রাফি খাঁন (১৮), মেহেদী হাসান বাপ্পি (২০) ও শাওন হাউলাদার (১৯)। সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ওই এলাকায় ইয়াবার চালান সরবরাহ করার জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়।
×