ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গ্যালাক্সি ওয়াচ উন্মোচন করতে পারে স্যামসাং

প্রকাশিত: ০৬:২২, ২৪ জুলাই ২০১৮

নতুন গ্যালাক্সি ওয়াচ উন্মোচন করতে পারে স্যামসাং

চলতি বছরই নতুন গ্যালাক্সি ওয়াচ উন্মোচন করতে পারে স্যামসাং। ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)-এর প্রকাশিত নথি থেকে ধারণা করা হচ্ছে নতুন স্মার্টওয়াচটি আনা হবে দুইটি ভিন্ন আকারে। আকারে পার্থক্য থাকলেও ডিভাইস দুটিতে খুব বেশি ভিন্নতা থাকবে না বলে পাওয়া গেছে এফসিসির নথিতে। স্মার্টওয়াচ দুটির মধ্যে বড় গ্যালাক্সি ওয়াচটি হতে পারে স্পোর্টস সংস্করণ। আর ছোট আকারের ডিভাইসটি হবে প্রথাগত নকশার, যার ব্যান্ডগুলো পরিবর্তন করা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে জিএসএমঅ্যারেনা। দুটি মডেলের নাম একই হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াইফাই ২.৪ গিগাহার্টজ বি/জি/এন-এর সঙ্গে অনেক এলটিই ব্যান্ড সমর্থন করবে নতুন গ্যালাক্সি ওয়াচ। চলতি সপ্তাহের শুরুতে নতুন গ্যালাক্সি ওয়াচের অনুমোদন দিয়েছে এফসিসি। তবে নতুন ডিভাইসটির কোন ছবি প্রকাশ করা হয়নি। নতুন গ্যালাক্সি ওয়াচ কবে নাগাদ উন্মোচন করা হতে পারে তা স্পষ্ট করে জানানো হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×