ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেস্্লে বাংলাদেশের নতুন এমডি দীপাল আবেউইক্রেমা

প্রকাশিত: ০৬:২১, ২৪ জুলাই ২০১৮

নেস্্লে বাংলাদেশের নতুন এমডি দীপাল আবেউইক্রেমা

সম্প্রতি দীপাল আবেউইক্রেমা, শ্রীলঙ্কান অধিবাসী, নেস্লে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি স্টেফান নর্দে, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, নেস্লে বাংলাদেশ লিমিটেডের স্থলাভিষিক্ত হন। নেস্লে বাংলাদেশ লিমিটেডে যোগদানের আগে আবেউইক্রেমা, শ্রীলঙ্কার নেস্লে লঙ্কা লিমিটেডে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-সেলস্ পদে নিযুক্ত ছিলেন। আবেউইক্রেমা ১৯৮৫ সালে নেস্লে লঙ্কায় বিপণন বিভাগে (সেলস) যোগ দেন। তার উল্লেখযোগ্য কৃতিত্ব ও দক্ষতার জন্য তিনি নেসলেতে বৈচিত্র্যময় ভূমিকা পালনে সক্ষম হয়েছেন যা তার সার্বিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। আবেউইক্রেমা নেসলে শ্রীলঙ্কাসহ ভারত, অস্ট্রেলিয়া, (ফিজি এবং পাপুয়া নিউ গিনি) এবং মালয়েশিয়ায় দীর্ঘ ১৫ বছরের বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ারের মাধ্যমে প্রাসঙ্গিক ব্যবসায়িক বিপুল অভিজ্ঞতা অর্জন করেন যা তাকে কর্মশিখরে উন্নীত করেছে। তিনি ইন্ডিয়ার নেস্লে প্রফেশনালের সঙ্গে কাজ চলাকালীন সময় ‘বেভারেজ ভেন্ডিং বিজনেস মডেল’ কার্যকর করার লক্ষ্যে হেড অফ সেলস অপারেশন্স হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। এরপর তিনি পাপুয়া নিউ গিনি (পিএনজি) তে মার্কেটিং ম্যানেজারের পদে যোগদান করেন। পরবর্তীতে, পিএনজিতে কর্মজীবন শেষে, তিনি পুনরায় ২০০৯ সালে শ্রীলঙ্কায় এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নেস্লে প্রফেশনাল হিসেবে দায়িত্বরত ছিলেন। ২০১৩-১৪ সালে তিনি মালয়েশিয়ায় ন্যাশনাল সেলস ম্যানেজার লিকুইড ড্রিঙ্কস হিসেবে একটি সফল কর্মজীবনের অধিকারী হন এবং ২০১৪ সালে ভাইস প্রেসিডেন্ট-সেলস হিসেবে শ্রীলঙ্কায় নিযুক্ত ছিলেন।-বিজ্ঞপ্তি
×