ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:১৬, ২৪ জুলাই ২০১৮

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনেও অবনতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৮৭৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮১ কোটি ৮১ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে এক হাজার ৫৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯১৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস ক্যাবল, পেনিনসুলা চট্টগ্রাম, কেডিএস এক্সেসরিজ, বসুন্ধরা পেপার, নাহি এ্যালুমিনিয়াম, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, ইফাদ অটো ও আমান ফিড। এদিকে ডিএসইতে দিনটিতে সূচকের সামান্য উত্থানের দিনে ৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। জানা গেছে, এ দিন কোম্পানিটির শেয়ার দর ৩২.৬০ টাকা থেকে বেড়ে ৩৫.৮০ টাকায় পৌঁছায়। অর্থাৎ শেয়ার প্রতি দর বেড়েছে ৩.২০ টাকা বা ৯.৮১ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৮.৯০ শতাংশ, আজিজ পাইপের ৮.৭২৯ শতাংশ, বিডি অটোকার্সের ৮.৭২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৬.৮০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৬.২৫ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৬.১৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৬.০৭ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ৫.৯৩ শতাংশ বেড়েছে। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : জুট স্পিনার্স, মেঘনা পেট, দুলামিয়া কটন, বিচ হ্যাচারি, মেঘনা কনডেন্স মিল্ক, এপেক্স ট্যানারি, আরামিট লিমিটেড ও এনভয় টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বসুন্ধরা পেপার, বিবিএস ক্যাবল, বেক্সিমকো, পেনিনসুলা চট্টগ্রাম, রংপুর ফাউন্ডি, লাফার্জ হোলসিম, এসকে ট্রিমস, প্যাসিফিক ডেনিম, সাউথ ইস্ট ব্যাংক ও বিএসআরএম লিমিটেড।
×