ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএমএফ প্রধানকে বহনকারী বিমানের জরুরী অবতরণ

প্রকাশিত: ০৬:০৩, ২৪ জুলাই ২০১৮

আইএমএফ প্রধানকে বহনকারী বিমানের জরুরী অবতরণ

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দকে বহনকারী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আর্জেন্টিনায় জরুরী অবতরণ করেছে। রবিবার দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সের এসেইসা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি জরুরী অবতরণে বাধ্য হয় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় খবরের কাগজ ক্লারিন ও লা ন্যাশিওন এবং স্থানীয় টেলিভিশন স্টেশন টিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি বুয়েন্স আয়ার্স থেকে উত্তর দিকে প্রায় ২০০ কিলোমিটার এগিয়ে যাওয়ার পর বিমানটির কেবিন প্রেসার কমে যায়, এ কারণে সেটি ঘুরে ফের এসেইসা বিমানবন্দরে এসে ল্যান্ড করে। -ওয়েবসাইট জাপানে তাপমাত্রার নতুন রেকর্ড জাপানে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হওয়ার পর ফের জনগণকে সতর্ক করে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। গত কয়েক দিন ধরেই জাপানে তীব্র দাবদাহ বিরাজ করছে, এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। সোমবার রাজধানী টোকিওর নিকটবর্তী কুমাগায়া শহরের তাপমাত্রা ৪১ দশমিক এক ডিগ্রী সেলসিয়াসে উঠেছে, এতে ২০১৩ সালে হওয়া ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার পূর্ববর্তী জাতীয় রেকর্ড ভেঙ্গে গেছে। দেশটির এক ডজনেরও বেশি শহরে প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। লোকজনকে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। -বিবিসি
×