ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে পুলিশ হত্যার পর অভিযানে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রকাশিত: ০৬:০২, ২৪ জুলাই ২০১৮

কাশ্মীরে পুলিশ হত্যার পর অভিযানে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কুলগাম জেলায় এক পুলিশ কনস্টেবলকে অপহরণের পর হত্যার ঘটনার একদিন পর শুরু করা অভিযানে তিন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। নিহতদের একজন পাকিস্তান থেকে এসেছিল বলে সন্দেহ পুলিশের। খবর এনডিটিভির। পুলিশ কনেস্টেবল সালেম আহমেদ শাহ্ কুলগামের যে এলাকা থেকে অপহৃত ও যে এলাকায় নিহত হয়েছেন সেখান থেকে দুই কিলোমিটার দূরে ওই তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। কাঠুয়ায় পুলিশ প্রশিক্ষণে থাকা শাহ্ ছুটিতে বাড়িতে এসে অপহৃত ও নিহত হন। শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরে কুলগামের খুদওয়ানি এলাকায় নিহত বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। জম্মুও কাশ্মীর পুলিশের মহাপরিচালক শেশ পল ভায়িদ বলেছেন, আজ (রোববার) ভোরে কুলগামে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল পুলিশ কনস্টেবলকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল তারা। নিহত সন্ত্রাসীদের লাশ ও দুটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। একজন সন্ত্রাসী লস্কর-ই তৈয়বার সঙ্গে জড়িত ছিল, অপর দু’জন স্থানীয়। কুলগামের পুলিশ কনস্টেবলের হত্যাকারীরা ওই এলাকায় লুকিয়ে আছে, গোয়েন্দা সূত্রে পাওয়া এমন খবরের ভিত্তিতে খুদওয়ানি এলাকায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি শুরু করলে দু’পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ভারতে আবাসিক ভবনে আগুন ॥ একই পরিবারের ৫ জনের মৃত্যু ভারতের হিমাচল প্রদেশের মান্দি জেলায় একটি আবাসিক ভবনে আগুন লেগে এক পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে মান্দিরনে চকের ঘনবসতিপূর্ণ একটি এলাকায় এ ঘটনা ঘটে। -খবর এনডিটিভির। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
×