ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদির নির্মম ‘নতুন ভারত’ দেখছি আমরা ॥ রাহুল

প্রকাশিত: ০৬:০১, ২৪ জুলাই ২০১৮

মোদির নির্মম ‘নতুন ভারত’ দেখছি আমরা ॥ রাহুল

ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে গরু পাচারকারী সন্দেহে ২৮ বছর বয়সী এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে রাকবার খান নামের ওই যুবক দুটি গরু পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের নিজের গ্রামে নিয়ে যাওয়ার পথে ৫-৭ জন দুর্বৃত্ত তার ওপর হামলে পড়ে। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে নিয়ে যেতে অনেক বিলম্ব করায় পথের মধ্যেই মৃত্যু হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস। রাহুল বলেন, এটি মোদির ‘নতুন ভারত’, যেখানে মানবতার স্থান দখল করে নিয়েছে ঘৃণা। টুইটারে রাহুল এ মন্তব্য করেন। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যেতে অযথা বিলম্ব করেছে, প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে রাহুল লেখেন, ‘আলাওয়ার পুলিশ একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে তিন ঘণ্টা সময় নিয়েছে। কেন এত সময় তারা নিল ? যাত্রাপথে চা খাওয়ার কি খুব প্রয়োজন ছিল ? এটি মোদির নির্মম ‘নতুন ভারত’। যেখানে মানবতার স্থান দখল করে নিচ্ছে ঘৃণা। মানুষ মেরে পিটিয়ে হত্যা করা হচ্ছে।’ এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন আসলাম যিনি রাকবারের পরিচিত, তার বাড়ি মেওয়াতে। গ্রামবাসী এদের দু’জনকে পাচারকারী হিসেবে চিহ্নিত করে আক্রমণ শুরু করে। আসলাম পার্শ্ববর্তী একটি ঝোঁপে ঢুকে আত্মরক্ষা করতে পারলেও রাকবারের পক্ষে সেই সুযোগ ছিল না। লালাওয়ান্ডি গ্রামের কাছে স্থানীয় লোকজন তাদের আটকানোর চেষ্টা করে। জায়গাটি ছিল রামগড় থানাধীন। জয়পুর রেঞ্জের পুলিশের অতিরিক্ত পরিচালক হেমন্ত প্রিয়দর্শী বলেন, গো রক্ষকদের কবল থেকে রাকবারকে উদ্ধার করে রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ‘হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আহত ব্যক্তি নিজের নাম রাকবার বলে জানিয়েছিলেন; তার সঙ্গে আরেক বন্ধু ছিল বলেও আমাদের বলেছেন, যে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
×