ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরে ছয় ট্রলার ডুবি ॥ ১৪ জেলে নিখোঁজ

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ জুলাই ২০১৮

সাগরে ছয় ট্রলার ডুবি ॥ ১৪ জেলে নিখোঁজ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৩ জুলাই ॥ সুন্দরবনসংলগ্ন সাগরে মাছ ধরার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ৬টি মাছধরা ট্রলারের ১৪ জেলে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে সাগরে কোস্টগার্ড, নৌবাহিনী ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির শতাধিক সদস্য উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধারকারীরা সোমবার সকাল ১০ টার দিকে এফবি তারেক-১ নামে একটি মাছধরার ট্রলার গভীর সমুদ্র থেকে উদ্ধার করেছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ জেলেদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন সফেজ উদ্দিন, লিটন মিয়া, রুবেল, হেলাল উদ্দিন, লতিফ, নুরুল হক ও হাসান মিয়া। তাদের সকলের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়। গোলাম মোস্তফা চৌধুরী জানান, শনিবার সকালে বঙ্গোপসাগরে ঝরের কবলে পড়ে ৬ ট্রলার ডুবে গেছে এবং শতাধিক ট্রলার দেড় সহস্রাধিক জেলে নিয়ে নিখোঁজ রয়েছে।
×