ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে বহিরাগতদের প্রবেশ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে ॥ ভিসি

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ জুলাই ২০১৮

ঢাবিতে বহিরাগতদের প্রবেশ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে ॥ ভিসি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ এনেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। তবে একই সঙ্গে তিনি বলেছেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, জঙ্গী মতাদর্শে বিশ্বাসী মানুষ, চরমভাবাপন্ন মানুষ, মাদকসেবী ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী প্রচারের মানুষদের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০১৭ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে ‘কেন নাটক’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন মঞ্চ অভিনেতা ও শিল্পী রামেন্দু মজুমদার। সভাপতির বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক কাবেরী গায়েন। আরও বক্তব্য দেন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। অপপ্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের, তরুণদের উত্তেজিত করার একটি অপপ্রয়াস চালানো হয়েছে। আজকের এই অনুষ্ঠানে কত মানুষ আছে। অভিভাবক আছেন। প্রাক্তন শিক্ষার্থীরা আছেন। তাদের তো কোথাও কোন গেটে নিষেধাজ্ঞা বা বাধা দেয়া হয়নি। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় সব সময় উন্মুক্ত। অনুষ্ঠানে ১০ শিক্ষার্থী পেলেন সিতারা পারভীন পুরস্কার। পুরস্কার পেয়েছেন মোঃ রাগিব রহমান, সঞ্জয় বসাক, ফারজানা তাসনিম, জাকিয়া জাহান, মোঃ শামীম হোসেন, ওয়াহিদা জামান সিঁথি, সায়েদুজ্জামান, জিনাত শারমিন, দায়েদ হাসান ও দুর্জয় চক্রবর্তী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রের শিকাগোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীন। তার স্মরণে প্রতিবছর সম্মান পর্বের কৃতি ১০ শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।
×