ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর অনুদান

ভুটানে এক বছরের জন্য ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ জুলাই ২০১৮

ভুটানে এক বছরের জন্য ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পালনে ভুটানের জনগণের জন্য এক বছরের প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর থেকে তিন মাসে ২০ কোটি টাকার ২৫৮ প্রকার ওষুধ সে দেশে পাঠানো হবে। সোমবার সচিবালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিকভাবে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম টোবডেন রাবগির কাছে এই ওষুধের টোকেন হস্তান্তর করেন। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরের সময় সে দেশে ওষুধের প্রয়োজনীয়তা অনুধাবন করে এক বছরের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বর এই তিন মাসে এই ওষুধগুলো পাঠানো হবে। সড়ক পথে বাংলাদেশ বুড়িমারি পর্যন্ত ট্রাকে করে ওষুধ পৌঁছে দেবে। এরপর ভুটান বুড়িমারি থেকে ওষধুগুলো নিয়ে যাবে। বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির তত্ত্বাবধানে ৭১ কোম্পানি এই ওষুধ সরবরাহ করেছে। ওষুধের টোকেন হস্তান্তর অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র ভুটান সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেশে ওষুধের প্রয়োজনীয়তা অনুধাবন করে এক বছরের ওষুধ অনুদান হিসেবে সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, এই ওষুধ সরবরাহের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। ভুটান হচ্ছে সেই দেশ যে দেশ আমাদের স্বাধীনতার স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ। ভুটানের জনগণের জন্য, সে দেশের মানুষের জন্য এটা আমাদের দেশের জনগণের এটা শুভেচ্ছা। এ অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। দেশ সঠিক পথেই রয়েছে ॥ এদিকে রাজধানীর আগারগাঁওয়ে পার্টনার্স ইন পপুলেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) স্থায়ী সচিবালয় উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হওয়ার পথে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। ইতোমধ্যে আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ৭ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত রাখতে পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবেই। পিপিডির নির্বাহী পরিচালক ড. হু হংটাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের উপমন্ত্রী ড. ওয়াং পেইএন, বেনিনের স্বাস্থ্য উপমন্ত্রী ড. লুসিয়েন টোকো, তিউনিশিয়ার ন্যাশনাল বোর্ড ফর ফ্যামিলি এ্যান্ড পপুলেশনের মহাপরিচালক ড. রাফলা টেজ ডেললাগী, ভারতের পরিবার পরিকল্পনা কমিশনের উপকমিশনার ড. এস কে শিকদারসহ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ এবং সহযোগী সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×