ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌসুমি বায়ু সক্রিয়, আরও দুদিন বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০৫:৫১, ২৪ জুলাই ২০১৮

মৌসুমি বায়ু সক্রিয়, আরও দুদিন বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ প্রকৃতির টানা দাবদাহের পর প্রশান্তির পরশ বুলিয়ে দিয়ে গেল বৃষ্টি। সোমবার রাজধানীসহ সারাদেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। সারাদিন আকাশে ছিল কালো মেঘের ভেলা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার দুপুর থেকেই রাজধানীতে বৃষ্টিপাত শুরু হয়। এতে রাজধানীতে এই মৌসুমের সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারা জানায় সারাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এ কারণে আরও দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর সমূহকে দেয়া সতর্ক সংকেত প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে আবহাওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সোমবারই তারা সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টিপাতের এই প্রবণতা দুই-একদিন থাকতে পারে। এদিন ঢাকার বাইরে ফেনীতে সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে বৃষ্টিপাতের এ প্রবণতা আগামীতে বাড়তে পারে। তারা জানায়, সাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম ঝাড়খ- এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। এ অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
×