ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় মামলা না নিতে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৫:৫০, ২৪ জুলাই ২০১৮

বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় মামলা না নিতে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বিলুপ্ত হওয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় মামলা না নিতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অস্তিত্বহীন আইন দিয়ে যেন জনগণকে গ্রেফতার করে হয়রানি না করা হয়, সেজন্য আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলেছে আদালত। এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় জামিন শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ আদেশের বিষয়ে সংবাদিকদের বলেন, এ আইনটি যেহেতু বাতিল। তাই এর কোন অস্তিত্ব নাই। আর এ কারণেই এ আইনে মামলা নেয়া বেআইনী। বাতিল এ আইনে দায়ের করা বেশ কয়েকটি মামলায় আসামিরা জামিন আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিতে বিষয়টি আদালতের নজরে আসে। তখন আদালত এ আদেশ দেন। তিনি আরও বলেন, বিলুপ্ত ১৬ ধারায় ‘প্রিজুডিস’, অর্থাৎ অপরাধ সংঘটনের আগে গোপন শলাপরামর্শ, ষড়যন্ত্রের মত বিষয়ের কথা বলা ছিল। বিলুপ্ত ওই ধারায় মামলা হলে অপরাধ করেও অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে। আবার অপরাধ না করেও অনেককে কারাগারে কাটাতে হচ্ছে।
×