ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনপ্রশাসন পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান

‘লালফিতায়’ যেন অগ্রগতি ব্যাহত না হয়

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ জুলাই ২০১৮

‘লালফিতায়’ যেন অগ্রগতি ব্যাহত না হয়

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল জনগোষ্ঠীর জন্য নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে সরকারী কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের সরকারের সময় শেষ হয়ে আসছে। আগামী ডিসেম্বরে নির্বাচন। জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। এ জন্য কোন আক্ষেপ নেই। তবে দেশটাকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছি, তা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ। এ দেশের সঙ্গে নিম্ন শব্দটি থাকতে পারে না। আমরা সমুদ্রের তলদেশ থেকে মহাকাশে পৌঁছে গেছি। এ অগ্রযাত্রাও যেন থেমে না যায়। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক-২০১৮ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের সেবা নিশ্চিত করতে ‘লাল ফিতার দৌরাত্ম্যের’ অবসান ঘটানোর জন্য সরকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটা সময় ছিল, সরকারী চাকরি-কাজ করলেও বেতন, না করলেও বেতন এই চিন্তাটা কখনই গ্রহণযোগ্য নয়। এক সময় ফাইল বাঁধতে লাল ফিতা ব্যবহার করা হতো। আমলাতান্ত্রিক জটিলতা বোঝাতে ‘লাল ফিতার দৌরাত্ম্য’ কথাটি প্রচলিত হয়। এখন লাল ফিতার বদলে ব্যবহার করা হয় সাদা ফিতা। সাদা ফিতা ব্যবহার হলেই যে কাজ দ্রুত হবে, তা কিন্তু নয়। ওই লাল ফিতা এখনও প্রচলিত আছে। ওই দৌরাত্ম্যটা যেন না থাকে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৩৯ ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন পদক-২০১৮ বিতরণ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৩ সাল থেকে প্রতি বছরের ২৩ জুন বিশ্বব্যাপী ‘পাবলিক সার্ভিস ডে’ পালিত হয়ে আসছে। আর সরকারী কর্মচারীদের ভাল কাজের স্বীকৃতি ও প্রণোদনা দিতে সরকার ২০১৫ সালে ‘জনপ্রশাসন পদক’ নীতিমালা করার পর ২০১৬ সাল থেকে এই ২৩ জুলাই ‘জনপ্রশাসন পদক’ বিতরণ করে আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম এবং জনপ্রশাসন সচিব ফয়েজ আহমদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। জনপ্রশাসন পদক পেলেন যারা ॥ নতুন প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারে অবদান রাখার জন্য জাতীয় পর্যায়ে এবার ব্যক্তিগত শ্রেণীতে জনপ্রশাসন পদক পান ময়মনসিংহের ভালুকার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত কামরুল আহসান তালুকদার। একই শ্রেণীতে পদক পান গাজীপুরের শ্রীপুরের ইউএনও রেহেনা আকতার, মৌলভীবাজারের কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাবিরুল ইসলাম। বাল্যবিবাহ প্রতিরোধে ময়মনসিংহের ত্রিশালের ইউএনও মোঃ আবু জাফর রিপন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনম, সহকারী প্রোগ্রামার মুহাম্মদ মনিরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস দলগত পদক পান। একই পদক পান নাটোরের ডিসি শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাজ্জাকুল ইসলাম, নাটোর সদরের ইউএনও মোছাঃ জেসমিন আকতার বানু, নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর অনিন্দ্য মøল; চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, সদরের সাবেক ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, ইউএনও বৈশাখী বড়ুয়া; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গার ইউএনও মোঃ আবদুল মান্নান, শিক্ষা অফিসার মোঃ আবদুর রহমান, সহকারী প্রোগ্রামার মোঃ লিয়াজ মাহমুদ লিমন। আর প্রাতিষ্ঠানিকভাবে এ পদক পায় গ্রিসের বাংলাদেশ দূতাবাস।
×