ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউলুপ

প্রকাশিত: ০৫:২৭, ২৪ জুলাই ২০১৮

ইউলুপ

রাজধানীর যানজট নিরসনে যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে বাড্ডা ইউলুপ। যান চলাচল নির্বিঘ্ন করতে ও নাগরিক বিড়ম্বনা কমাতে সমন্বিত হাতিরঝিল উন্নয়ন প্রকল্প এই নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। রামপুরা-নতুনবাজার-মেরুল বাড্ডার মধ্যে সহজ সংযোগ সাধনে এই ইউলুপ নতুন মাত্রা এনে দিচ্ছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায়। এর আগে গত বছরের জুন মাসে চালু হয় রামপুরা ইউলুপটি। চালু হওয়ার পর যানজট কমেছে বৈকি। এর সুফল পাচ্ছে নগরবাসী। এমনিতে ঢাকার যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট রামপুরা নতুন বাজার মেরুল বাড্ডা এলাকা। চালুর পর রামপুরার মতো বাড্ডা ইউলুপটিও এই এলাকার যানজট কমাতে সহায়ক হবে বৈকি। চালু হলে হাতিঝিল থেকে বের হয়ে ইউলুপটি ব্যবহার করে সহজেই রামপুরা বনশ্রী মালিবাগের দিকে যাওয়া যাবে। একইভাবে এসব এলাকা থেকে যে কোন যানবাহন নির্বিঘেœ হাতিরঝিল লেক দিয়ে কাওরান বাজার বা মগবাজার এলাকায় পৌঁছাতে পারবে। এর মাধ্যমে ঢাকার ভেতরের যানজট বর্তমানের তুলনায় অনেকাংশে কমাতে সহায়ক হবে। যেভাবে রামপুরা চালু হওয়ার পর কমেছে যানজট। এই ইউলুপ নির্মাণে সর্বমোট ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা। শুরুতে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪০ কোটি টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি নানাবিধ কারণে। অবশ্য এই জন্য এলাকাবাসীর দুর্ভোগও বেড়েছিল। ২০১৫ সালের জুনে নির্মাণ কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের ডিসেম্বরে। সর্বশেষ গত এপ্রিলে চালু হওয়ার কথা বলা হলেও কাজ শেষ করা যায়নি। কর্তৃপক্ষ অবশ্য বলেছেন, জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সঙ্গে মামলা থাকায় ও নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ে প্রকল্পটি সম্পন্ন করা যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন (ইসিক) প্রকল্প বস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। সকল জটিলতা নিরসন করে তারা নির্মাণ কাজ করেছে, যা টেকসই এবং দীর্ঘ মেয়াদী। যানজটের শহর ঢাকায় যোগাযোগ ক্ষেত্র এমনিতেই বিপন্ন। সেখানে এই ইউলুপ যানজট নিরসনে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলা যায়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প রাজধানীবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসে এর উদ্বোধন করার পর ইউলুপটি চালু হবে বলে আশা করা হচ্ছে।
×