ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:০১, ২৩ জুলাই ২০১৮

ঠাকুরগাঁও  প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার দৌলতপুর এসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ওই স্কুলের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা। দুপরে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবড়ি হাটে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, প্রভাষক জামাল উদ্দিন, শিক্ষক আখতার হোসেন, গোলাম মোস্তফা খান, মানিক চন্দ্র বর্ম্মন, শিক্ষার্থী রাকিব হাসান ও শাহনাজ পারভীস সহ আরও অনেকে। বক্তাগন প্রধান শিক্ষক গজেন্দ্র নাথ রায় কে মারপিটের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। হাসপাতালে চিকিৎসাধীন লাঞ্চিত প্রধান শিক্ষক গজেন্দ্র নাথ রায় জানান, বিদ্যালয়ের সভাপতি ও ম্যানেজিং কমিটির লোকজন আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে চায়। কিন্তু আমি তাদের সিদ্ধান্ত না মেনে রবিবার সকালে স্কুলে গেলে সভাপতি আব্দুর শহিদ বাবু সহ কয়েকজন আমার উপর চড়াও হয় এবং বেধরক মারধোর করে। পরে আমার সহকর্মী ও শিক্ষার্থীরা আমাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। আমি এব্যাপারে মামলা দায়ের করার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমাকে প্রাণে মেরে ফেলার জন্য নানান ভাবে হুমকি প্রদান করা হচ্ছে। বিদ্যালয়ের সভাপতি আব্দুস সহিদ বাবু পাল্টা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক তিন মাসের ছুটি নিয়ে চিকিৎসার জন্য ভারতে যায়। তিনি মানসিকভাবে অসুস্থ্য থাকায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে ছুটি দেওয়া হয়েছে। কাজেই তিনি বিদ্যালয়ে আসার কথা নয়। উল্লেখ্য, দৌলতপুর এসকে উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস শহিদ বাবু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গজেন্দ্র নাথকে শারীরিক ভাবে অসুস্থ্য দেখিয়ে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে বিদ্যালয় থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য অনির্দিষ্টকালের ছুটি দেয়। এ ঘটনা নিয়ে উভয়ের মাঝে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। এরপরও রবিবার সকালে প্রধান শিক্ষক গজেন্দ্র নাথ বিদ্যালয়ে এলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর শহিদ বাবু ও তার লোকজন তার উপর চড়াও হয় এবং প্রধান শিক্ষককে বেধরক মারপিটে আহত করে। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন । এনিয়ে উত্তেজনা বিরাজ করছে।
×