ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিএসজিকে হারাল বেয়ার্ন

প্রকাশিত: ০৬:৩২, ২৩ জুলাই ২০১৮

 পিএসজিকে হারাল বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শনিবার বেয়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অস্ট্রিয়ার ক্ল্যাগেনফুর্টে অনুষ্ঠিত এই ম্যাচে জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ ৩-১ গোলে হারিয়েছে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপাজয়ী পিএসজিকে। বেয়ার্ন মিউনিখের বিপক্ষে এই প্রীতি ম্যাচে দলের বিশ্বকাপজয়ী সদস্যদের পাননি থমাস টাচেল। কেননা, কিলিয়ান এমবাপেরা এখনও বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই রয়েছেন। যে কারণেই এখনও পিএসজিতে ফেরেননি তারা। তবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ডাক পেলেও রিজার্ভ বেঞ্চে থাকতে অস্বীকৃতি জানানো আদ্রিয়েন রাবিয়ট ঠিকই ছিলেন। শুধু তাই নয়, দলের সবচেয়ে দামী ফুটবলার নেইমারও ছিলেন না এদিন। ব্রাজিলিয়ান তারকা এখনও নিজের দেশেই অবস্থান করছেন। এদিকে বেয়ার্ন মিউনিখও তাদের জার্মান দলের বিশ্বকাপে খেলা ফুটবলারদের দলে পাননি। যদিওবা রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় জোয়াকিম লোর উত্তরসূরিরা। যা বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘ ৮০ বছরের মধ্যে প্রথম ঘটনা। দলের তারকা ফুটবলারদের ছাড়া খেলতে নামা বেয়ার্নের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। প্রথমার্ধেই এগিয়ে যায় ফেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩১ মিনিটে দারুণ এক গোল করে প্যারিস জায়ান্টদের এগিয়ে দেন আমেরিকার টিমোথি উইয়াহ। ১৮ বছর বয়সী এই তরুণ প্রতিভাবান ফুটবলার কে জানেন? নামটা শুনে হয়তো ফুটবলপ্রেমীদের মনে পড়ার কথা। আফ্রিকান ফুটবলের কিংবদন্তি জর্জ উইয়াহর ছেলে! এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় প্যারিস সেইন্ট জার্মেই। তবে দ্বিতীয়ার্ধে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি থমাস টাচেলের শিষ্যরা। বরং বিরতির পর থেকেই দাপট দেখায় জার্মান বুন্দেসলিগার শিরোপাটাকে একেবারেই নিজেদের করে নেয়া বেয়ার্ন। মাত্র ১৮ মিনিটের মধ্যেই পিএসজির জালে তিন গোল দিয়ে ফেলে তারা। শুরুটা করেন স্প্যানিশ তারকা জাভিয়ের মার্টিনেজ। তাও আবার কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে ফাঁকি দিয়ে। সাবেক জুভেন্টাসের জীবন্ত কিংবদন্তি বুফন এই ম্যাচ দিয়েই পিএসজির জার্সিতে অভিষেক ঘটে। পিএসজির জালে বেয়ার্নের হয়ে দ্বিতীয় গোলটি করেন পর্তুগালের রেনাতো সানচেজ। এছাড়া হল্যান্ডের ১৭ বছর বয়সী তরুণ প্রতিভাবান ফুটবলার জোশুয়া জির্কজি করেন তৃতীয় গোলটি।
×