ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসি-রোনাল্ডোর রাজত্বে হানা এমবাপে-গ্রিজম্যানের!

প্রকাশিত: ০৬:৩১, ২৩ জুলাই ২০১৮

 মেসি-রোনাল্ডোর রাজত্বে হানা এমবাপে-গ্রিজম্যানের!

স্পোর্টস রিপোর্টার ॥ ময়দানী লড়াইয়ে গত প্রায় এক যুগ ধরেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। সর্বশেষ ১০ বছর মর্যাদার ফিফা ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড ভাগাভাগি করে নিয়েছেন এই দুই সুপারস্টার। ২০০৮ সালের পর আর কোন ফুটবলার ফিফাসেরা হতে পারেননি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রোনাল্ডো যেভাবে শুরু করেছিলেন, তাতে আরও একবার তাদের রাজত্ব থাকার সম্ভাবনাই সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য রোনাল্ডো বা মেসি কেউই বিশ্বকাপে সফল হতে পারেননি। দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নিয়েছে ফ্রান্স। যে কারণে এবার ২০১৮ সালের ফিফা ব্যালন ডি’অর ফরাসী ফুটবলারদের মধ্যে কেউ জিতবেন বলে আশা করছেন দলটির কোচ দিদিয়ের দেশম। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা দেশম এবার কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিলিয়ান এমবাপে ও এ্যান্টোনিও গ্রিজম্যান। ফাইনালে একটি গোলসহ মোট চারটি গোল করা ১৯ বছর বয়সী এমবাপে জিতেছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। নকআউট পর্বে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেন পল পোগবা, রাফায়েল ভারানেরাও। ইউরোপা লীগের ফাইনালে এ্যাটলেটিকো মাদ্রিদের জয়ের নায়ক ফরোয়ার্ড গ্রিজম্যান বিশ্বকাপে করেছেন চার গোল। দু’টি এ্যাসিস্টসহ জিতেছেন সিলভার বল। দৌড়ে ছিলেন গোল্ডেন বল জয়েরও। শেষ পর্যন্ত লুকা মডরিচ জিতে নেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে গ্রিজম্যান জিতেছেন ব্রোঞ্জ বল। এমন পারফর্মেন্সের কারণেই এবার মেসি-রোনাল্ডোর আধিপত্যে ছেদ ঘটতে পারে। ফ্রান্স দলের নির্দিষ্ট কারও নাম না বললেও যে কেউ জিততে পারেন বলে মনে করেন দেশম। গ্রিজম্যান প্রসঙ্গে তিনি বলেন, ব্যালন ডি’অরের জন্য সে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারে। এটা তার প্রাপ্য। রোনাল্ডো ও মেসির আধিপত্যের ব্যাপারটা তুলে ধরে ফরাসী বস বলেন, আমরা অনেকবার দেখেছি। এই পুরস্কারে দুইজন খেলোয়াড় থাকে তারা এখনও আছে। নেইমারও থাকে, তবে পেছনে। ভারানের সম্ভাবনা নিয়ে দেশম বলেন, রাফায়েল ভারানে কি এটার প্রাপ্য? অবশ্যই সে এটার প্রাপ্য। সে একজন ডিফেন্ডার, হ্যাঁ, তবে সাধারণত আক্রমণাত্মক খেলোয়াড়। বিশেষ করে আমি আশা করব যে, এটা কোন ফরাসী খেলোয়াড় জিতবে। কারণ এটা বিশ্বকাপের বছর এবং তারা বিশ্বচ্যাম্পিয়ন। দেশমের মতে, বয়সে তরুণ হলেও এমবাপে বিশ্বকাপে যা দেখিয়েছে তাতে তার সম্ভাবনাও আছে। পোগবার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। এদিকে ফরাসী ক্লাব পিএসজিতে দুই সতীর্থ নেইমার ও এমবাপের মধ্যে খুবই ভাল একটা সম্পর্ক আছে বলে জানিয়েছেন ক্লাবাটির সভাপতি নাসের আল-খেলাইফি। এই দুই ফরোয়ার্ডের মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠেনি বলে সংবাদ মাধ্যমে আসা খবর সত্য নয় বলে দাবি করেন তিনি। এমবাপে ও নেইমার দুইজনই জানিয়ে দিয়েছেন, ২০১৮-১৯ মৌসুমে পিএসজিতে থাকবেন তারা। তবে বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর, তাদের দলে টানতে পারে রিয়াল মাদ্রিদ। স্পেনের সবচেয়ে সফল ক্লাব অবশ্য আক্রমণ ভাগের এই দুই খেলোয়াড়কে কিনতে কোন প্রস্তাব দেয়ার কথা অস্বীকার করেছে। গত মৌসুমে কোচ উনাই এমেরির অধীনে ঘরোয়া ট্রেবল জিতে পিএসজি। মৌসুমের শেষদিকে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় ক্লাবটির হয়ে বেশ কিছু ম্যাচ খেলা হয়নি নেইমারের। পিএসজির নতুন কোচ টমাস টাচেলের অধীনে নেইমার ও এমবাপে নতুন মৌসুম শুরু করবে বলে জানিয়েছেন আল-খেলাইফি। তিনি বলেন, নেইমার ও এমবাপের মধ্যে খুব ভাল একটা সম্পর্ক আছে। তারা একে অপরের সঙ্গে ভালভাবে মানিয়ে যায়। অন্য সবকিছুই সাংবাদিকদের বানানো সংবাদ। তাদের মধ্যে বৈরিতা থাকতে পারে এটা অসম্ভব। একসঙ্গে খেলতে পেরে তারা খুশি।
×